🌹আমার বাংলা ব্লগ"র বর্ষপূর্তি থিম সং✍🏻🎼🌹

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালে আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


IMG_20230614_132656.jpg


বন্ধুরা খুব আনন্দমুখর পরিবেশে আমরা আমাদের অতিপ্রিয় আমার বাংলা ব্লগ এর দুই বছর পূর্তি উৎসব পালন করলাম। খুবই মজা মাস্তি গান আড্ডায় ভরপুর ছিল আমাদের আয়োজন। আর এই আয়োজনকে ঘিরে প্রায় দু মাস আগে আমি একটি গান লিখেছিলাম। গানটি যখন লিখছিলাম তখনই দাদার সাথে শেয়ার করেছিলাম। দাদা বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছিলেন। পরবর্তীতে আমার মাথায় একটা চিন্তা আসলো। ভাবলাম আমার বাংলা ব্লগে বেশ কয়েকজন খুবই ভালো গান করেন।
তাদেরকে দিয়ে গানটি গাওয়ানের চেষ্টা করেছিলাম। এই ভেবে যে গানটির লেখক এবং শিল্পী আমার বাংলা ব্লগ পরিবারেরই একজন। তাদের মধ্যে সাজ্জাদ সোহান ভাইয়া। ও সজীব রায় ভাইকে নক দিয়েছিলাম। সাজ্জাদ সোহান ভাইয়ার সাথে আমার এই গানের বিষয়ে কোন কথা হয়নি। কিন্তু সজীব রয় ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে। তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন গানটি করে দেবেন।সেজন্যই আমি নিশ্চিন্ত মনে ব্যস্ত ছিলাম শিপুর ভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে। এর মধ্যে অনেক দিন সজীব ভাইয়ের সাথে আর কোন যোগাযোগ হয়নি। তবে আমি নিশ্চিন্তে ছিলাম সজিব ভাইয়া গানটি করে দেবে।এবং ১১ তারিখে আমি সেটা পোস্ট করব। হঠাৎ জুন মাসের ৮ তারিখে তিনি আমাকে জানালেন গানটি করতে পারছেন না। বিশেষ কারণবশত তিনি সরি বললেন। তখন হঠাৎ বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। মুহূর্তে একটা যন্ত্রণা ছুঁয়ে গেল হৃদয়ে। আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে গানটি লিখেছিলাম আর সেই গানটি যদি গাওয়াতে না পারি,তাহলে গানটা লেখার আর সার্থকতা থাকল না।
আমি অনেকটা বিচলিত হয়ে গেলাম। একদিকে হাতে সময় নেই, আর অন্যদিকে আমি নিজে গান গাইতে পারি না। সব মিলিয়ে একটা হ-য-বড় ল অবস্থায় পড়লাম। ঠিক এমন সময় আমার কবি বন্ধু আলমগীর কবি হৃদয়,তোমার লেখা মায়ের গানটি কমপ্লিট হয়ে গেছে। তুমি শিল্পী হালিম বয়াতির সঙ্গে কথা বলে গানটি নিয়ে নাও। আমি শিল্পী হালিম বয়াতির সাথে কথা বললাম। যাইহোক গানের কথা এবং একটি সুর পাঠিয়ে দিলাম তাকে। এবং তিনি আশ্বস্ত করলেন।
গানের কথাগুলো দেখে। উনার বাসায় নানা রকম প্রতিকূল অবস্থার পরেও মাত্র একদিন হাতে সময় নিয়ে গানটি করে দিয়েছেন। গানটি শোনার পর আমি অভিভূত হলাম। এত অল্প সময়ে এত চমৎকার কিভাবে করতে পারলেন তিনি। কারণ গানটি ছিল বেশ বড় প্রায় পাঁচ মিনিটের মত। এতগুলো লাইন একদিনে আয়ত্তে আনা এটা খুব সহজ বিষয় নয়।যাইহোক তিনি তার মনের মাধুরী দিয়ে গানটি করে দিয়েছেন আমার বাংলা ব্লগের জন্য।অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কণ্ঠশিল্পী ও মিউজিসিয়ান হালিম বয়াতি ভাইয়াকে।
গানটি হাতে পাওয়ার পর প্রথমেই সুমন ভাইয়াকে পাঠিয়ে দেই মেসেঞ্জারে গানটি শোনার জন্য।
তিনিও গানটি শুনে প্রায় মুগ্ধ হয়ে দাদার সাথে কথা বলে আমার বাংলা ব্লগের দুই বছর পূর্তিতে থিম সং হিসেবে গানটি কে চালানোর প্রস্তাব দেন।কথাটি শুনে আমি বেশ খুশি হলাম। এবং @Rx-sumon ভাইসহ প্লান করে @alsharzilsiam কে দিয়ে একটি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম। সিয়াম প্রায় অনেক সময় দিয়ে অনেক কষ্ট করে মেধা খাটিয়ে ভিডিওটি করেছেন। এবং তা কমিউনিটির সকল এডমিন মডারেটর দ্বারা গৃহীত হয়েছে। আমি আমার বাংলা ব্লক কমিউনিটির সবকল এডমিন মডারেটর সহ সকল ইউজারদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তারা সকলেই গানটিকে অনেক পছন্দ করেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন বলে।বিশেষ করে স্পেশাল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সকলের অতি প্রিয় আমার বাংলা ব্লক কমিউনিটির সম্মানিত প্রতিষ্ঠাতা @rme দাদাকে। কারণ তিনি শুরু থেকেই এই গানটির বিষয়ে আমাকে অনেক উৎসাহ দিয়েছিলেন। বন্ধুরা আমার বাংলা ব্লগের সেই থিম সংটি আজ আবারও আপনাদের সাথে শেয়ার করছি।



☆꧁::. আমার বাংলা ব্লগ'র বর্ষপূতি꧂☆

☆꧁:: থীম সং.꧂☆

গানের কথা ও সুর- সেলিনা সাথী
কণ্ঠ ও মিউজিক - হালিম বয়াতি।
ভিডিও এডিটিং - আল সারজীল সিয়াম

উৎসর্গঃ "আমার বাংলা ব্লগ"

ভিডিও লিংক

গানের লিরিক্স

দুই বছর পূর্তি হল
আমার বাংলা ব্লগ,
হাসি গানে আনন্দে
আজ বাজাই বাংলা ঢলক
দুই বছর পূর্তি হলো
আমার বাংলা ব্লগ।
বাংলা আমার মায়ের ভাষা
জুড়ায় মনো প্রাণ,
এই ভাষাতেই জড়িয়ে আছে
মমতার'ই ঘ্রাণ,
বিশ্বের কাছে বাংলা একদিন
হবে মাইল ফলক।

সৃজনশীলতায় পূর্ণতা পাক
আসুক সফলতা,
ছড়িয়ে পরুক বাংলা ভাষার
যত মধুরতা
স্বপ্নগুলো সত্যি হলে
ভাঙ্গবে নিরবতা,
বাংলা ব্লগে মিশে আছে
মায়া-মমতা।
রসে ভরা বাংলা যে তাই
মনে দেয় দোলক।
দুই বছর পূর্তি হল
আমার বাংলা ব্লগ.

চারিদিকে খুশির জোয়ার
ফুল পাখিরাও হাসে,,
জন্মদিনের শুভেচ্ছাটা
জানাই ভালোবেসে।
আমার বাংলা ব্লগ যেন
অপার সম্ভাবনা।
শুভকামনা জানাই
তোমায় শুভ কামনা,,,
এই খুশিতে দাদার মুখে
শুনি বাংলা শ্লোক।
দুই বছর পূর্তি হল
আমার বাংলা ব্লগ,,,,

,

Screenshot_2023-06-07-18-37-00-65_be80aec1db9a2b53c9d399db0c602181.jpg

বন্ধুরা আসুন শিল্পী হালিম বয়াতি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই-

হালিম বয়াতী।
পিতা: মোহাম্মদ আলী বয়াতী
মাতা :আনোয়ারা বেগম
জন্ম: ২৪ জুন ১৯৮৭
গ্রাম : চর রাধাকান্ত পুর
সখ: বিভিন্ন যন্র বাজানো
কালার: লাল
তিনি ২০১৫/১৬ জাতীয় পুরষ্কার : ইউনেস্কো পুরুষ্কার, ভয়েজ অব আব্দুল আলীম সহ জেলা, বিভাবগ,ও জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরষ্কার অর্জন করেন।
দেশের শনাম ধন্য টেলিভিশন চ্যানেল, বিটিভি, মাছরাঙা, এটি এন, ও একুশে টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন।তার সুর ও মিউজিক করা প্রায় ৩ শতাধিক গান আছে। তার গাওয়া প্রা ২ শত'র অধিক গান আছে।বর্তমান প্রেক্ষাপট নিয়ে জারী গান তৈরি করে তা ইউটিউবে প্রচার করেন।
হালিম বয়াতী অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে। তার সাবস্ক্রাইব ৪ লাকের বেশি।hbtv চ্যানেলটাও তার, এর সাবস্ক্রাইব ৩ লাখের মত। তিনি দেশের বিভিন্ন জায়গায় কন্সার্ট করে থাকেন। তার বেশ কিছু একক এলবাম আছে, যার নাম, হৃদয়ের কানেকশন, ফিরেদেখা, বান্ধবী,ইত্যাদি।

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

গানটা প্রথমেই শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এত ভালোভাবে গানটি আয়ত্ত করেছেন উনি আর এত সুন্দর ভাবে প্রত্যেকটা লাইনে সুর দিয়েছেন যেটা সত্যিই অসাধারণ ছিল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া । উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য। এভাবেই পাশে থাকবেন সব সময় প্রত্যাশা রাখছি।
♥♥

 2 years ago 

গানটা হাতে পাওয়ার পর প্রথম চার পাঁচ দিন আমি কতটা এক্সসাইটেড ছিলাম এটা আপনি ভালো করেই জানেন আপু। তারপরও শেষ পর্যন্ত যেতে পারি নি। আমার মনে হয় এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, আমার গান নিয়ে অজ্ঞতা, কারণ প্রথম দিনেই আমি বলেছিলাম সামান্য কিছু কর্ডস দিয়ে আমি গান করি এবং আগে রীদিম বানিয়ে তারপর লিরিক্স বসাই। তাই প্রথমের দিকে আপনার লিরিক্স গুলো আমার সুরের সাথে মেলাতে বেশ প্রবলেম হচ্ছিল। আমি যতটা পারি আপনাকে আমার রিদিম টা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম।আমি আপনাকে বলেছিলাম, আপু আমি ঢাকা যাওয়ার আগেই গানটা শেষ করতে চাই। কারণ পরে কোন ঝামেলায় জড়িয়ে যাব কোন ঠিক নেই। কিন্তু ঐ সময় আপনার বোনের অসুস্থতা আর শীপুর পরীক্ষা, এই দুটো চাপের কারণে মন দিয়ে কাজ টা এগোনো যায় নি আর। তারপর আমি ঢাকা থেকে ফেরার পর আমার বাড়িতে কিছু প্রবলেম তৈরি হয়ে যায়। যার কারণে আমি পরবর্তিতে আমি মন লাগাতে পারি নি।

আর দ্বিতীয় হলো আমাদের কমিউনিকেশন গ্যাপ। আসলে সামনা সামনি এক রকম, আর ফোনে বলা আরেক রকম। আর সত্যি বলতে আমি ভেবেছিলাম আমি হয়তো বেশি ওস্তাদি করছি, এটা আপু পছন্দ করছে না, তাই কোন খবর নেই আর🤪🤪। হাহাহাহাহা,, যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। গানটা যে পরে দাড়িয়েছে এতে আমি ভীষণ খুশি হয়েছি। আর বেশ ভালো লাগছিল শুনতেও।

 2 years ago 

যাই হোক যা হয় ভালোর জন্যই হয়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আগামীতে আরো কত গান করা যাবে।অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

 2 years ago 

গানটি শুনে প্রথমেই ভালো লেগে গিয়েছে।খুব সুন্দর গাইলেন তিনি।গানের প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। সুর, কথা সবটাই অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপু। এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।♥♥

 2 years ago 

আমার বাংলা ব্লগের এই থিম সং টি আমি কতবার শুনেছি তা সঠিকভাবে বলতে পারবো না তবে যত বার শুনেছি ততোবারই আরো বারবার শোনার ইচ্ছে হয়েছে।এত সুন্দর একটি গান লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ।

 2 years ago 

আপু থিম সংগীতটি আপনি যতবার শুনেছেন,, আমি ততবার ধন্য হয়েছি।দোয়া করবেন আপু আগামীতে যেন আরো ভালো ভালো কিছু উপহার দিতে পারি♥♥

 2 years ago 

আমি প্রথমে গানটি শুনে বেশ অবাক হয়ে গেলাম। ভাবলাম হয়তো আমাদের কোন সদস্য গাইছে, যাক পরবর্তীতে বুঝতে পারলাম আপনার অবদানে চমৎকার থিম সং তৈরি হয়েছে। যাক অনেক দিনের পরিশ্রম সার্থক হয়েছে এটাই বড় বিষয়। এক অসাধ্য সাধন করেছেন আপু, সত্যিই প্রশংসনীয় কাজ এটি।

 2 years ago 

বরাবরের মতোই উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, আমাকে উজ্জীবিত করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অবশেষে গানটি পূর্ণতা পেয়েছে এটাই সার্থকতা।♥♥

 2 years ago 

গানটি শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি আপু।গানের কথা গুলো অসাধারণ ছিল।কিন্তু গানের পেছনে এত রহস্য লুকিয়ে আছে এটা জানতাম না।একদম শেষ মুহুর্তে এমন দুর্ঘটনা হবার পরেও যে আপনি দমে না গিয়ে যেভাবে আমাদের মাঝে গানটি উপহার দিয়েছেন তাতে আপনাকে স্যালুট জানাই।আর হালিম বয়াতি ভাইকেও ধন্যবাদ তার মিষ্টি গলায় গানটি গাওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শেষ ভালো যার সব ভালো তার। আসলে চাওয়াটা নিখুঁত হলে পাওয়াটা সু নিশ্চিত হয় তার প্রমাণ পেলাম আবারো।♥♥

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অসাধারনের থিম সংটি শুনে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করেছি। এই গানের কথা, সুর এবং গানটি পরিবেশন করা নিঃসন্দেহে অসাধারণ হয়েছিল। চমৎকার একটি থিম সং আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা♥♥

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 77226.83
ETH 1474.64
USDT 1.00
SBD 0.65