RE: 🌹আমার বাংলা ব্লগ"র বর্ষপূর্তি থিম সং✍🏻🎼🌹
গানটা হাতে পাওয়ার পর প্রথম চার পাঁচ দিন আমি কতটা এক্সসাইটেড ছিলাম এটা আপনি ভালো করেই জানেন আপু। তারপরও শেষ পর্যন্ত যেতে পারি নি। আমার মনে হয় এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, আমার গান নিয়ে অজ্ঞতা, কারণ প্রথম দিনেই আমি বলেছিলাম সামান্য কিছু কর্ডস দিয়ে আমি গান করি এবং আগে রীদিম বানিয়ে তারপর লিরিক্স বসাই। তাই প্রথমের দিকে আপনার লিরিক্স গুলো আমার সুরের সাথে মেলাতে বেশ প্রবলেম হচ্ছিল। আমি যতটা পারি আপনাকে আমার রিদিম টা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম।আমি আপনাকে বলেছিলাম, আপু আমি ঢাকা যাওয়ার আগেই গানটা শেষ করতে চাই। কারণ পরে কোন ঝামেলায় জড়িয়ে যাব কোন ঠিক নেই। কিন্তু ঐ সময় আপনার বোনের অসুস্থতা আর শীপুর পরীক্ষা, এই দুটো চাপের কারণে মন দিয়ে কাজ টা এগোনো যায় নি আর। তারপর আমি ঢাকা থেকে ফেরার পর আমার বাড়িতে কিছু প্রবলেম তৈরি হয়ে যায়। যার কারণে আমি পরবর্তিতে আমি মন লাগাতে পারি নি।
আর দ্বিতীয় হলো আমাদের কমিউনিকেশন গ্যাপ। আসলে সামনা সামনি এক রকম, আর ফোনে বলা আরেক রকম। আর সত্যি বলতে আমি ভেবেছিলাম আমি হয়তো বেশি ওস্তাদি করছি, এটা আপু পছন্দ করছে না, তাই কোন খবর নেই আর🤪🤪। হাহাহাহাহা,, যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। গানটা যে পরে দাড়িয়েছে এতে আমি ভীষণ খুশি হয়েছি। আর বেশ ভালো লাগছিল শুনতেও।
যাই হোক যা হয় ভালোর জন্যই হয়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আগামীতে আরো কত গান করা যাবে।অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥