1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 18/08/2020 Rest day

in #thediarygame4 years ago

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন
আজকে আমার দি ডাইরি গেমের তৃতীয় দিন
আজকে আমি ঘুম থেকে উঠি সকাল দশটায়
উঠে মোবাইল হাতে নেই এবং ফেসবুকে ঢুকে ফেসবুকিং করি
তারপর কিছুক্ষণ পর নাস্তা করার জন্য কলের পাড়ে যাই ব্রাশ নিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজি
তারপর পানি জগে পানি ভর্তি করে বাসায় নিয়ে আসি নাস্তা খাওয়ার জন্য
নাস্তাই ছিল ভাজি রুটি
তারপর নাস্তা খেয়ে একটু বাহির হলাম খেলা জন্য
মাঠে গিয়ে দেখি সবকিছু বাচ্চারা খেলতেছে

IMG20200818162059.jpg
তারপর দেখি বড় ভাই ছোট ভাইয়ের আসলো

IMG20200818125739.jpg

তাদের সাথে গল্প করতে করতে এলাম পারতে পেয়ারা
পেয়ারাগুলো খুবই মিষ্টি ছিল
তারপর আমরা কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম
সবাই গল্প করতে লাগলাম

IMG20200818161945.jpg

তারপর দুপুর হল বাসায় আসলাম ভাত খেলাম ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আমার ইস্টুডেন আসলো তাকে পড়াতে গেলাম
টাকা ভরলে হবে পুড়িয়ে ছড়িয়ে দিলাম 4 তাই
তারপর একটু বাইর হইলাম চা বোর্ড খেলার জন্য
দেখি রাস্তায় সবাই আছে সবাই গল্প করছে তার মাঝে আমি ঢুকলাম বললাম চলো গেম খেলি ক্যারামবোর্ড খেলতে ক্যানবোর্ড বের করলাম স্থানে লাগালে শুরু করলাম খেলা

IMG20200818121701.jpg

খেলতে খেলতে একটা ম্যাচ জিতলাম পরে ম্যাচে হেরে গেলাম
তারপর আমি দাঁড়াতে আর না পেয়ে বাসায় ফেরত আসলাম
বাসায় এসে কিছু নাস্তা করলাম
তারপর মোবাইলে পাবজি গেম খেলতে বসলাম
তারপর গেল কারেন্ট
তারপর আর কি আয়রে ব্যাক পেলাম না বাতাসের খোঁজে যদিও বাইরে বাতাস ছিল না তবে পরিবেশ ঠান্ডা ছিল কিছুক্ষণ বাইরে কাটাতে লাগলাম পরে আমার ভাগনা আসলো তাকে নিয়ে একটু ঘুরে বেড়ালাম হাঁটলাম
তার পতাকা বাসাটিতে গেল সে বাসায় যাবে না পরে আমার বোনকে টেনে নিয়ে বাইরে আসো বন্ধু আমি ভাগনা 3 জন্য বের হলাম বাইরে
বাইরে এসে দাঁড়াতে আমার এক বন্ধু কল দিল তার সাথে কথা বলতে লাগলাম ভালো মন্দ জিজ্ঞেস করতে করতে কারেন্ট চলে আসলো বাইরে থেকে বাসায় আসলাম কিন্তু আবারও কারেন্ট চলে গেল
তারপর আবার বাইরে যাইতে হইলো এবার বাইরে যাইতে কিছুক্ষণ বসতে কারেন্ট চলে আসলো
তারপর আবার বাসায় ফিরে আসলাম বাসায় এসে একটু গেম নিয়ে বসলাম গেম খেলতে খেলতে আমার একটি ভাগ্নি হাসলো এবং বললো আবার বাসায় যেতে এবং তাদের গানটি স্পিকার টা ঠিক করে দিতে
কারণ আজকে তার জন্মদিন
তাদের বাসায় গেলাম কাজ শেষে ফেরত আসলাম বাসায়
বাসায় এসে ভাত খেলাম ভাত খেয়ে দি ডাইরি গেমের তৃতীয়দিনে কি করলাম তা লিখতে লাগালাম
তো এই ছিল আমার সারাদিনের ডাইরি
এখন যাচ্ছি ঘুমাতে

IMG20200818124435.jpg

Sort:  

ভাই দয়া করে দাড়ি কমা ব্যবহার করবেন। তাহলে লেখাগুলো সুন্দর দেখাবে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30