THE DIARY GAME : 13/08/2020 Boat Trip

নৌকা ভ্রমন

আজকে সকালে ঘুম থেকে ওঠার পর প্রাকৃতিক ডাকে সাড়া দিলাম, হাত মুখ ভালোভাবে পরিষ্কার করলাম এরপর নাস্তা খেলাম। আজ সকালের নাস্তায় ছিল আলু ভাজি, ডিম সিদ্ধ আর রুটি খেয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলাম । সে সময় আমার মনে হল অনেকদিন নদী দেখিনা, আমি ইচ্ছে করলেই অফিস শেষ করে উত্তরার পাশ দিয়ে প্রবাহিত তুরাগ নদী ভ্রমণ করে আসতে পারি ।

IMG_20200813_150767.jpg

যা ভাবা তাই হলো অফিস থেকে একটু তাড়াতাডি বের হলাম উদ্দেশ তুরাগ নদীর দিকে গিয়ে দেখা পানি আরো বেড়েছে না কি কমতে শুরু করেছে? একটি নৌকা ভাড়া করে ভ্রমণ শুরু করলাম নদীটা দেখে আমার গ্রামের কথা মনে হয়ে গেল। সেই ছোট সময়ের কথা, অনেক সাঁতার কেটেছি বন্ধুদের সাথে মিলে। নদীতে গোসল করার, মাছ ধরার মজাই আলাদা আর এটা একমাত্র গ্রামেই সম্ভব।

প্রকৃতির কাছাকাছি আসায় মনটা ভাল হয়ে গেল মনে হলো আমি সবচেয়ে সুখী মানুষ। কিছুক্ষন পর মনটা খুব খারাপ হয়ে গেল গরীব মানুষদের কথা চিন্তা করে । একে তো কোভিড - ১৯ তার উপর আবার বন্যা যা আমাদের জন্য খুবই দুঃসংবাদের খবর। যদিও আমি নিজে গরীব মানুষ তারপরও গরীব মানুষের জন্য মনটা সবসময় কাঁদে।

IMG_20200813_150763.jpg

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ । ভৌগলিক কারণে বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান হওয়ায় এদেশ দিয়ে প্রবাহিত হয়েছে অনেক দীর্ঘ নদী যা দিয়ে প্রবাহিত হয় পলি মাটি। কিন্তু দুংখের খবর হলো নদী গুলিকে সময়মতো খনন করে বালু সরিয়ে না নেওয়া জন্য বাংলাদেশের মানুষ কয়েক বছর পর পর বন্যার পতিত হয়। বাংলাদেশের মানুষ বন্যার সাথে খুবই নিবিড় ভাবে সম্পর্কিত। বন্যা যে সব সময় আমাদের ক্ষতি করে তা কিন্তু নয় এটা আমাদের মাটির উর্বরতা বাড়ায় কৃষিকাজের জন্য মাটি প্রাকৃতিক উপায় উর্বরা হয়। চাষের জন্য আলাদা পানি লাগে না।
IMG_20200813_150761.jpg

নদীর দু'পাশে চলছে হালকা খাবার চটপটি, ফুচকা, আমরা, ঝাল মুড়ি, পিয়াজু বিক্রির প্রতিযোগিতা । অনেক সময়ে এই সস্তা খাবার গুলি স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। সেজন্য আমি এখান থেকে কিছুই খাইনি । ঘুরাঘুরি পালা শেষ এখন বাড়ি ফিরে যেতে হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে যেকোনো সময় অন্ধকার হয়ে যাবে। আবার দেখা হবে এই কামনায় আজ দায়।

English translation

Boat Trip

After waking up this morning, I responded to the natural call, cleaned my hands and face well and then ate breakfast. I had boiled potatoes(We called Baji) and boiled eggs for breakfast this morning and I was getting ready for the office after eating bread. At that time I thought I had not seen the river for a long time.

What I thought was that I got out of the office a little early and went to the Turag river to see if the water has increased or decreased? I rented a boat and started my journey. Seeing the river reminded me of my village. Speaking of that short time, I swam a lot with friends. The fun of bathing in the river, fishing is different and it is only possible in the village.

Being close to nature made me feel better and I thought I was the happiest person. After a while the mind became very bad thinking about the poor people. This is the flood of Covid-19 again which is very bad news for us. Even though I do it myself, the mind always cries for the poor people.

Bangladesh is a country of river. Due to its geographical location near the Bay of Bengal, many long rivers have flowed through this country through which silt flows. But the sad news is that the people of Bangladesh have been flooded for years due to untimely excavation of rivers and removal of sand. The people of Bangladesh are very closely associated with the floods. Floods harm us all the time but not that it increases the fertility of our soil. Soil is the natural way for agriculture to become fertile. No separate water is required for cultivation.

On both sides of the river there is a competition for the sale of light food chatpati, phuchka, amara, jhal murdi, onion. Many times food is not healthy. That’s why I didn’t eat anything from here. It's time to go back home, it's getting dark any time the evening is approaching.

Sort:  

Try to write about yourself. Try to write about your daily routine. #onepercent #bangladesh

ok brother, i will try to write your way..... Thank you @toufiq777

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 93257.09
ETH 3124.16
USDT 1.00
SBD 3.15