The diary game : 12/08/2020

in #thediarygame4 years ago

আজকের দিনটা শত ব্যস্ততার মাঝেই চলে গেলো।সকাল থেকে অনেক ব্যস্ততা।সকালের নাস্তাও ঠিকভাবে খাইনাই।নাস্তা খেয়েই বাসা থেকে বের হয়ে পড়েছি।তারপর সকালটা কাজের মধ্যে দিয়ে ব্যস্ততা।

এর মাঝে একটিবার কোন কিছুতেই চোখ দিতে পারিনাই।সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে পারিনাই।তারপর দুপুর হলে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে প্রাইভেট এ গেলাম।প্রাইভেট থেকে এসে হাত মুখ দিয়ে আবার বাহিরে গেলাম।বাহিরে গিয়ে আবারো সেই ব্যস্ততা।বন্ধুদের সাথে হালকা পাতলা আড্ডা দিলাম।

সন্ধ্যার দিকে আবার বাসার দিকে রওনা দিলাম।সেই সময় এক বন্ধু অনেক দূর থেকে এসে দেখা করতে চাইলো।ওর সাথে দেখা করে ওর অনেক কাজ ছিলো সেইসব করে দিতে দিতে রাত ৮ টা বেজে গেল।এরপর দুজন পিয়াজি,ঝালমুড়ি,চা খেয়ে আবার বাসার দিকে রওনা হলাম।

বাসার এসে দেখি আমার ছোট খালা আসছে।ওনার সাথে গল্প করলাম।গল্প করে বাহিরে গিয়ে বসে ছিলাম একটু।তারপর মোবাইল হাতে নিয়ে একটু সামাজিক যোগাযোগ থেকে ঘুরে আসলাম।এসে আবার হাত মুখ দিয়ে খাইতে বসলাম

খাবারে ছিলো ডিম,ডাল,আলুছানা,মাছ ছানা আর সাদা ভাত।একটু শান্তি মতো ভাত খেয়ে বসে ছিলাম।তারপর ফোনটা হাতে নিয়ে সব জায়গা থেকে ঘুরে এসে এখানে আমার নিত্যদিনের সময় কাটানো শুরু করলাম।এইভাবে আমার দিনটা আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেলো।

ভালো থাকবেন,
ভালোবাসা অবিরাম।
বি সেফ,স্টে হোম

Sort:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Remember the 300 word minimum rule.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96532.56
ETH 3442.08
SBD 1.55