The dairy game 16/08/2020

in #thediarygame4 years ago

প্রত্যেকটা সকাল যেন একেকটা যুদ্ধে লড়াই করে ঠিক থাকার ময়দান।সকাল হলেই ভাবতে হয় সারাদিন আমার কাজ কি!আমাকে কি কি ক্ক্রতে হবে।আজ কোথায় যেতে হবে আজ কি কাজ কখন কীভাবে করবো নানান প্রশ্ন মাথায় কাজ ক্ক্রে এর মধ্যে দিয়ে সকালে কিছুটা সময় কেটে যায়।

আমারো সকাল বেলাটা এইভাবেই ভাবতে ভাবতে যায়।কখন খাবো কখন বের হবো কখন কার সাথে দেখা করবো এটাই একটা বাধাধারা নিয়মের মধ্যে পড়ে থাকি।এইভাবে সকাল যখনি শুরু হয় তখন তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে খেয়ে বের হই উদ্দেশ্য ছিনিয়ে নিতে।

আজ তেমনি সকাল হলো খাওয়া দাওয়া করে বের হলাম তার মধ্যে আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে দেখা করতে বললো,ওর সাথে দেখা করলাম একটু আলাপ করে চলে আসলাম।এরপর এক বড় ভাই ফোন দিয়ে দেখা করতে বললো ওনার সাথে আমাদের কাজী আজহার আলীর মাঠে দেখা করলাম।ওনার সাথে দেখা করার পর এক পরিচিত ভাইয়ের সাথে একটু গল্প করলাম।

তার গল্প করে মনটা অনেক হালকা হলো।কারণ তিনি অনেক বাস্তবাদী একজন মানুষ আর বাস্তবাদী মানুষ অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের যা অনেক কাজে লাগে।মানুষ যতই বাস্তবাদী হবে ততই দেশ,জাতি সমাজ সব কিছুর জন্যেই উন্নতি।

তারপর এইভাবেই সকালটা গড়িয়ে গেলো।তারপর বাসার দিকে রওনা হলাম।বাসায় এসে গোসল না করেই খাবারের চিন্তা করলাম দুপুরে কি দিয়ে খাবার।আম্মু বললো শুধু ডাল ছানা,তখন মনটা কেমন জানি হয়ে গেলো।তাই প্রকাশ করেই ফেললাম ডাল ছানার সাথে ডিম ভাজি না হলে কি চলে।তাই আম্মু একটা ডিম ভাজি করলো।ডিম ভাজির ঘ্রাণ শুনেই মন জুড়িয়ে গেলো।তারপর গোসল করে ফ্রেশ হয়ে ডিম ভাজি আর ডাল ছানা দিয়ে ভাত খেয়ে রেস্ট নিয়ে মাঠের উদ্দেশ্য রওনা হলাম।

মাঠে গিয়ে দেখি ক্রিকেট ম্যাচ খেলা শুরু হইছে।খেলাটা এমন ভাবে দেখKOLORO_1596862361855.jpgলাম যেন আমি টিভির সামনে বসে যেভাবে মনোযোগ সহকারে খেলা দেখি তেমনি।খেলা দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেলো বুঝতেই পারলাম না।

খেলা শেষ করে আবার এক ফ্রেন্ড আমাকে ফোন দিলো ওদের সাথে দেখা করলাম।হালকা খাওয়া দাওয়া করে আবার বাসার উদ্দেশ্য রওনা হলাম।বাসায় এসে এক বড় ভাই রাস্তায় ওনার সাথে নেটওয়ার্কিং বিজনেস নিয়ে কথা বললাম।অনেক কিছুই শিখলাম,আসলেই জিনিসটা অনেক রহস্যময় তাই এখনো শেষ হয়নাই আবারো শুনতে হবে মাথায় ঢুকাতে হবে।

এইভাবে ভাইয়ের সাথে বিদায় নিয়ে বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিখা শুরু করলাম।
আজ এই অবদি,ভালো থাকবেন ভালোবাসা অবিরামKOLORO_1596862014661.jpg

Sort:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96532.56
ETH 3442.08
SBD 1.55