The daily diary game : 03/08/2020 আজকের এই দিনে

in #thediarygame4 years ago

IMG_20200502_182149.jpg

আসসালামুআলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।

শুরুতেই জানাই আপনাকে পবিত্র ইদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।আজকে ঈদের ৪র্থ দিনে সকালটা শুরু হলো অনেক সুন্দর ও মনোরম পরিবেশে কারন আজকের আকাশের অবস্থা অনেক সুন্দর ছিলো আকাশে কোনো প্রকার মেঘ ছিলো না এবং প্রকৃতির রূপটাই ছিলো অন্যরকম আর আমি প্রতিদিনের মত সকালবেলা সিদ্ধ ছোলা ও কিসমিস খেয়ে থাকি। কারন এইটা শরীরের জন্য অনেক ভালো

তারপর আমি ফ্রেস হইলাম ফ্রেস হওয়ার পড়ে বাসায় সবাই মিলে সকাল বেলার খাবার খেয়ে নিলাম তারপর হঠাৎ আমার মোবাইলে একটা ফোন এলো আমার বন্দুর ফোনে বললো তারাতাড়ি চল সবাই মিলে গুড়তে যাবো আমি বললাম যাবো না তার পর শুনলাম কই যাবি ওরা বললো চিড়িয়াখানায় সেই কথা শুনার পড় আমি আর ঠিক থাকতে পারলাম না আমি বললাম আমি যাবো

তারপর সবাই মিলে গেলাম চিড়িয়াখানায় সেইখানে কতো রকম পশু পাখি দেখলাম কতো মজাই না করলাম হঠাৎ করে দেখি দুপুর ৩ টা বাজে তখন আমি বললাম দুপুরের খাবার খেয়ে নেই সবাই বললো সেইটাই ভালো হবে তারপর গেলাম একটা হোটেল এ দুপুরের খাবার খাইতে সবাই এক সাথে খাবার খাওয়ার মজাই আলাদা দুপুরের খাবার শেষ কড়ে চললাম বাড়ির দিকে

বাড়ি যাওয়ার পড় আমার মা বললো অফিসে যাবি না আমি যেনো অবাক হয়ে গেলাম আমি যে চাকরি কড়ি সেইটা যেনো ভুইলা গিয়েছিলাম তার পর কিছু সময় বাড়িতে কাটানোর পড় সবাব কাছে বিদায় নিলাম অফিসে আসার জন্য

আমার যদিও সবাইকে ছেড়ে আসতে কস্ট লাগলেও কিছু করার নাই যাইতে হবেই কারন চাকড়ি কড়তে হবে এজন্য যাইতে হবে তারপর আমি অফিসের দিকে রওনা হলাম

তারপড় আমি বাসায় আসলাম বাসায় আসার পড় দেখি ৫ দিন বাসায় না থাকায় বাসার অবস্থা খুব খারাপ পুরো রুমটা যেনো ময়লা দিয়ে ভড়ে গেছে রুম পরিস্কার করার পড় গোসল করলাম তারপর আমি রাতের খাবার খেয়ে নিলাম

অনেক দিন পড়ে ভাইরের খাবার খাইতে ভালো লাগেনা তারপরও খাইতে হোলো কি করবো কিছু করার নাই মায়ের হাতের রাননা অনেক মিস করলাম

            তারপর রুমে আসার পড় আমার পোস্ট রেডি করলাম

যারা কষ্ট করে আমার সম্পুর্ন পোস্ট পরেছেন তাদেরকে অংসখ্য ধন্যবাদ।

Sort:  

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S

Good work bro

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101296.09
ETH 3673.80
USDT 1.00
SBD 3.15