THE SHOPPING GAME : 26/072020:Shoping for daily food
আসসালামুআলাইকুম ! বন্ধুরা কেমন আছেন ? সবাই আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের সাথে আজকের দিনের শপিং বিস্তারিত জানানোর জন্য এই পোস্টটা শুরু করেছি ।
শুনতে খারাপ লাগলেও আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার পর যদিও রাত্রে ঘুমানো হয়েছে অনেক দেরি করে।এর জন্য মায়ের কাছে নওয়াবজাদা বলে গালি শুনতে খারাপ লাগে না যাইহোক ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে মাকে বলে খাবার দিতে।সকালের হালকা নাস্তা শেষ হয় 11 টার সময়।খাওয়া শেষ না হতেই মা বলল বাজারে যেতে হবে ,প্রথমে চিল্লানি দিলেও পরে বললাম যে আচ্ছা ঠিক আছে যাচ্ছি।
যেহেতু বর্ষাকালীন সময় তাই বাইরে যেতে এখন খুব একটা ভালো লাগেনা তারপরে বাড়িতে দরকার যেতে হবে তাই টাকা কিছু হাতে নিয়ে চললাম রাস্তার দিকে দুঃখের বিষয় বাড়ি থেকে সড়ক পর্যন্ত যেতে হাঁটু পর্যন্ত পানি দিয়ে যেতে হয়।পানি রাস্তা পার হয়ে গেলাম রাস্তার উপর যেখান দিয়ে ভ্যান গাড়ি চলাচল করে।এখান থেকে বাজারে যাওয়ার জন্য গাড়ি ভাড়া খরচ করতে হয় 10 টাকা।গাড়ি থেকে নেমে প্রথমেই যাই কনফেকশনারী দোকানে, সেখান থেকে প্রথমে মরিচের গুঁড়ো চার প্যাকেট, এক প্যাকেট নুডুলস, একটি নারিকেল তেলের বোতল,1 কেজি লবনের প্যাকেট দেওয়ার জন্য বলি ,দুঃখের বিষয় সেখানে লবনের প্যাকেট ছিল না ।
তো এখানে দেনা পাওনা পরিশোধ করার পর অন্য আরেকটি দোকানে চলে যাই লবনের প্যাকেট নেওয়ার জন্য, সেখানে দেখা হয় এক বন্ধুর সাথে, সে বন্ধুর সাথে কিছুক্ষণ কথাবার্তা হয় ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে বন্ধুদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না তাই বাজারে আসার পর দেখা হওয়ায় সেখানে কিছু সময় কাটাতে দ্বিধা করেনি ।দিনকাল কেমন চলছে এসব বিষয়ে কিছুক্ষণ কথা বলার পর বন্ধুকে বলি ,"বাড়িতে যাব তারা আছে", এই বলে তাকে বিদায় করে দেই।বন্ধু এবং আমি দুজনেই মিতব্যয়ী লোক হওয়ার কারণে কোন খরচ হয়নি ।এরপর লবণ কিনে গাড়িতে ওঠার আগে মোবাইলে কিছু টাকা রিচার্জ করি তারপর সোজা গাড়িতে চলে আসি।এখানে একটা মজার বিষয় হলো যে দোকান থেকে লবণ কিনি আনি সেই দোকানদার আমার হাতে অন্য দোকানের জিনিসপত্র দেখে অনেকটা নারাজ হন যে কেন তার দোকান থেকে সবকিছু নিলাম না ।দোকানদার মুখে সেটা না বললেও আমি টের পেয়েছি যাইহোক কোন কিছু না বলেই চলে আসি।
Chilli Power Price | Salt Price | Noodles Price | Coconut Oil Price |
---|---|---|---|
বাড়িতে আসতে আসতে তখন সময় বাজে দুপুর একটা ।যেহেতু এটি ছিল লোকাল খুচরা দোকান ছিল তাই মেমো দেখাতে পারতেছিনা।বিস্তারিত খরচের বর্ণনা নিচে দেওয়া হলঃ
- Chilli power pack price =4*95= 380tk
- Coconut oil price = 1*130 = 130tk
- Noodles pack price = 1*20 = 20tk
- Salt Pack price = 1*35 = 35tk
Total Cost in BDT (380+130+35+20) = 560tk
Which is equivalent to ~7$
In steem its quivalent to ~33.73 Steem.
Have a good day @Steemcurator01 @steemitblog Thank you for your continuous support.
Congratulations, you are a winner in The Shopping Game.
Here is an extra upvote to cover the cost of your shopping.
The Steemit Team
Thank You