যাত্রার শুরুsteemCreated with Sketch.

in #thelast month

পথ চলে, সাগর চলে,
চলে আশা, চলে সপ্ন,
নতুন দিনের আলোর মেলা,
কাছে কাছে, দূরে দূরে,।

বেঁচে থাকার আনন্দ খুঁজে,
হারানো জীবনের দিকে ফিরি,
স্বপ্নগুলো ভেঙে যায় কি না,
তবুও আবার চলি, নতুন পথে।

অনিশ্চয়তা এক মেঘ,
আছে, চলে, তবে থামে না,
বিধির খেলা যেন ধাঁধা,
পথ চলতে শেখায় কষ্ট।

তবে জানো, যাত্রা কখনও শেষ হয় না,
এক টুকরো আকাশের কাছে,
সব কিছুই আবার শুরু হয়,
শুধু একটু ধৈর্য রাখতে হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67