দোয়েল

in #the3 years ago

IMG_20220527_091827.jpg
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে বলবো দোয়েল পাখি নিয়ে। আমরা অনেকেই জানি দোয়েল আমাদের জাতীয় পাখি।শান্ত নিরীহ, অল্পে তুষ্ট আর সদানন্দ স্বভাবের এ পাখিটি বাঙালি স্বভাবের সঙ্গে একেবারেই এ পাখির মিল রয়েছে। সুমধুর কন্ঠ।এর কন্ঠের যাদু আছে
পাখিপ্রেমী লোকদের সহজেই আকৃষ্ট করে।এর স্বভাব প্রকৃতি অত্যন্ত সুন্দর ও নির্মল। সুন্দর স্বভাবের জন্য যথেষ্ট কদর রয়েছে। পাখিপ্রেমী মানুষের নিকট এটির চাহিদা ব্যাপক । তাইতো দোয়েলকে জাতীয় পাখির মর্জদা দেওয়া হয়েছে

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 84231.14
ETH 2108.52
USDT 1.00
SBD 0.63