বানিয়ে নিন মুখরোচক থাই চিকেন বল রেসিপি

in #thaichicken3 years ago

chicken-ball.png
ডিজিটাল ডেস্কঃ চিকেন বল বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। শুধু বিকেলের টিফিন হিসেবেই নয়, দুপুর বা রাতের খাবারের সাথেও পরিবেশন করতে পারেন এই মজার আইটেমটি। চলুন জেনে নেওয়া যাক থাই চিকেন বল বানানোর সহজ রেসিপিটি।

উপকরণ:
মুরগির কিমা- ১ কে.জি.
শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো- ১ কাপ
পেঁয়াজ পাতা (কেটে নেয়া)- ৪ টি
ধনিয়ার গুঁড়ো- ১ টেবিল চামচ
ধনে পাতা (কুচি কুচি করে কাটা)- ১ কাপ
চিলি সস- ১/৪ কাপ
লেবুর রস- ২ টেবিল চামচ
লবণ- সামান্য পরিমাণে
তেল- প্রয়োজন অনুযায়ী (ভাজার জন্য)

প্রণালী:
১. একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

২. এবার প্রয়োজন মত মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত জল দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন। এতে করে কিমার মিশ্রণটি আপনার হাতে লেগে থাকবে না।

৩. একটি ফ্রাইংপ্যানে (Frying-pab-) মাঝারি তাপে তেল গরম করে নিন।

৪. কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে।

৫. আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 78534.91
ETH 1531.60
USDT 1.00
SBD 0.64