দাঁত থাকতে দাঁতের যত্ন নিন.............

in #teeth2 years ago

বন্ধুরা

আপনার বা আমার জীবনে দাঁত খুবই মূল্যবান। দাঁত থাকতে যদি এর মর্জাদা দিতে না পারি তাহলে পরবর্তীতে দাঁত খুজে পাওয়া যাবে না। তাই দাঁত থাকতে দাঁতের মর্জাদা দেওয়া আমাদের জরুরী।

আপনার দাঁত কি শিরশির করে। দাঁতে নানা সমস্যার মধ্যে শিশির ভাব অন্যতম। বিভিন্ন কারণে তাদের অতিসংবেদনশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যায় এনামেল নামে পরিচিত। তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেনটিন বের হয়ে যায়। ডেনটিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতি সংবেদনশীল হয়ে উঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে।

চলুন দাঁত শিরশির করার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি

image-515892-1643774553.jpg

source

  • জোরে জোরে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলে শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে দাঁত ক্ষয় হতে পারে।
  • পান সুপারি বিশেষ করে সুপারি বেশি চিবনের অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে।
  • রাতের বেলায় নিয়মিত ঘুমের মধ্যে দাঁত কামানোর অভ্যাস থাকলে দাঁত ক্ষয় হতে পারে।
  • এসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য দ্রব্য দাঁতের ক্ষয় করে থাকে, তখন তাতে সংবেদনশীল হয়ে উঠতে পারে।
  • ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করলে গাম রিচেসন অর্থাৎ মারি জায়গা থেকে সরে যায়, তখন দাঁত সংবেদনশিল হয়ে ওঠে।
  • দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করলে দাঁত অতি সংবেদনশীল হয়ে উঠতে পারে।

দাঁতের অতিসংবেদনশীলতা কারণে ঠান্ডা বা গরম পানি বা পানীয় পান করার সময় দাঁত শিরশির করতে পারে। খাবার গ্রহণের সময় দাঁত শিরশির করতে পারে। দাঁত শিরশির করার কারণে রোগী খুবই অস্বস্তিকর অবস্থায় থাকে। মাঝে মাঝে অনেকেই দাঁতের ব্যথা হয়। খাবার ঠিকভাবে খেতে পারেন না। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেনটিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা বা গরম খাবার ঠান্ডা বাতাস ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে। অতি সংবেদনশীল অথবা শিরশির করলে আমরা সাধারণত টুথপেস্ট ব্যবহার করে থাকি। তবে দাঁতের শিরশির নিরাময়ের জন্য টুথপেস্ট গুলো সাধারণ টুথপেস্ট থেকে আলাদা হয়ে থাকে। কারণ এতে কিছু উপাদান থাকে যা দাঁতের শিরশির প্রতিরোধ করে।

আমাদের সাথে থাকুন

নতুন সব তথ্য জানুন

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 104901.64
ETH 3329.53
SBD 4.90