ডুয়েল ক্যামেরা সম্পর্কে আপনার অবশ্যই যা জানা উচিত [DUEL CAMERA EXPLAINED]

in #technology7 years ago

main-qimg-76a9d5178fcc5fe4de86ebe6902ae560-c.jpg

স্মার্টফোনে ডুয়েল ক্যামেরা এখন আর নতুন কিছু নয়। তবে জানেন তো সব ডুয়েল ক্যামেরা কিন্তু ব্লার ইফেক্ট দিতে সক্ষম নয়? 😞ভিন্ন ধরনের ডুয়েল ক্যামেরার ভিন্ন ভিন্ন কার্যক্ষমতা রয়েছে। অনেক ঘাটাঘাটি আর রিসার্চের পরে নিয়ে এলাম ডুয়েল ক্যামেরা সম্বন্ধে সবকিছু, যা আপনার অবশ্যই জানা উচিত।😇

প্রথমেই জানা দরকার ডুয়েল ক্যামেরা আসলে বাজারে আসলো কেনো? সিম্পল, একটি ক্যামেরার পক্ষে সবসময় সব ধরনের কাজ করে ওঠা সম্ভব নয়, তাই দ্বিতীয় আরেকটি ক্যামেরা দিয়ে ছবির মান বাড়িয়ে ছবিটিকে আকর্ষনীয় করে তোলাই ডুয়েল ক্যামেরার মূল উদ্দেশ্য। এখন বাজারে যে সব হাই এন্ড ডিভাইসগুলি রয়েছে, প্রায় প্রত্যেকটি ফোনেই ডুয়েল ক্যামেরা দেখতে পাওয়া যায়। তবে যেমনটি প্রথমেই বলেছি প্রত্যেক ডুয়েল ক্যামেরার কাজ এক নয়, প্রত্যেক ক্যামেরার বিশেষত্ব রয়েছে এবং এদের কাজও ভিন্ন। ডুয়েল ক্যামেরার ভেতরে একটি থাকে প্রাইমারি ক্যামেরা, সাধারণত এই ক্যামেরাটির কোনো বিশেষত্ব থাকে না। তবে এই ক্যামেরার নিচে বা পাশেই যে অন্য ক্যামেরাটি থাকে ম্যাজিকটা ঘটে সেই ক্যামেরার জন্যই। এই ক্যামেরাকে বলা হয় সেকেন্ডারি ক্যামেরা বা সেন্সর। এখন বাজারে তিন ধরনের সেকেন্ডারি ক্যামেরা দেখতে পাওয়া যায়। 1. Telephoto Lens 2. Monochrome lens 3. Wide Angle lens ।

oneplus-5-gray-camera.jpg

Telephoto Lens

আপনি যদি এমন ডুয়েল ক্যামেরা ফোন খুজে থাকেন যে ক্যামেরা আপনার ছবিতে বোকেহ ইফেক্ট আনবে, আপনার ছবতে ডিএসেলারের মত ব্লার ইফেক্ট দেবে বা শ্যালো ডেফত তৈরি করবে, তাহলে ফোন কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেনো সেকেন্ডারি ক্যামেরাটি Telephoto Lens থাকে। হ্যা, ছবিতে ব্লারি ইফেক্টের জন্য এই ক্যামেরাটিই দায়ী। প্রাইমারি ক্যামেরার সাথে আরেকটি লেন্স যা সাধারণত প্রাইমারি ক্যামেরা থেকে দ্বীগুন Zoom থাকে সেটিই Telephoto Lens। তাহলে বুঝতেই পারছেন Telephoto Lens শুধু ব্লারি ইফেক্ট তৈরি করবেনা বরং চাইলে এই লেন্সটি ব্যাবহার করে কিছুটা জুম করেও ভালো মানের ছবি পেয়ে যাবেন। সম্প্রতি Iphone 7-এ এই প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে।

Monochrome lens

এই লেন্সটি ফটগ্রাফারদের কাছে বেশি গ্রহনযোগ্য এবং ক্রিয়েটিভ মাইন্ডদের কাছ থেকে বেশ প্রশংসা এবং জনপ্রিয়তা পেয়েছে। তবে এতো জনপ্রিয় ক্যামেরা কিন্তু রঙ্গিন ছবি তুলতে সক্ষম নয়। এই লেন্সটি শুধু সাদাকালো ছবিই তোলে।😐 তবে ভয় পাওয়ার কোনোকারন নেই আপনার প্রাইমারি RGB ক্যামেরা তো থাকছেই আপনাকে রঙ্গিন ছবি দেওয়ার জন্যই।😏 তবে শুধু সাদাকালো ছবি তোলার জন্যই কেনো আরেকটি ক্যামেরার দরকার? দরকার আছে। কারন আপনি যেই মুহূর্তে ক্যাপচার বাটনটি চাপলেন সেই মুহূর্তে আপনার প্রাইমারি ক্যামেরার সেন্সর যখন বিভিন্ন রং নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠাতে অনেক ব্যাস্ত যে অন্য কিছুর দিকে খেয়াল কম, ঠিক তখনই এই লেন্সটি চমৎকার সার্প ছবি এবং আলোর কম বেশি নির্নয় করে পাঠিয়ে দেবে প্রসেসিং ইউনিটে। ফলে দুটি ক্যামেরার ডেটা মিলিয়ে প্রসেসিং ইউনিট আপনাকে দেবে ক্ষুদ্রাতি-ক্ষুদ্র ডিটেইলের সাথে খুবই দারুন একটি HD কোয়ালিটি ছবি। তাহলে বুঝতেই পারছেন, যদি আপনি ফোটাগ্রাফি করে থাকেন তবে এই কম্বিনেশানটা আপনার জন্য অপরিহার্য। সম্প্রতি Honor 9 ফোনে এই টেকনোলজি ব্যাবহার করা হয়েছে।

0.jpg

Wide Angle lens

নাম শুনেই বুঝতে পারছেন যে এই সেকেন্ডারি ক্যামেরাটি অনেকটা জায়গা জুড়ে ছবি তুলতে

সক্ষম। অর্থাৎ আপনার ছবি তোলার ভিউ অন্য সাধারণ কোনো ক্যামেরা থেকে একটু বেশিই বড় থাকবে। সম্প্রতি সেলফি এক্সপার্ট Oppo তাদের ফ্লাগশিপ Oppo F3 এর ফ্রন্ট ফেসিং ডুয়েল ক্যামেরায় এই ক্যামেরা কম্বিনেশন ব্যাবহার করেছে।😎

আশা করি ডুয়েল ক্যামেরা সম্পর্কে সবকিছুই বলতে পেরেছি। তাই যখনই পরের বার একটি হাই এন্ড ডূয়েল ক্যামেরা ফোন কিনবেন, অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় আনবেন। 😊
আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে। এতক্ষণ পোস্টটি মোনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।😄😄

Sort:  

thanks for sharing

Nice Post...
Same Back Upvote & Comments

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.039
BTC 104952.25
ETH 3440.59
SBD 5.31