#### তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর সুবিধা ও অসুবিধা-

in #technology3 years ago (edited)

বর্তমান সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাক্যটির সাথে বিশ্বের প্রায় সবাই পরিচিত। এক কথায় বলা চলে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এবং এর ক্ষেত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও অসুবিধা গুলোর সম্পর্কে বিস্তারিত ও কার্যকরী তথ্য জানতে পারবেন। আমরা চাই আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তাই আসা করি আপনারা সম্পুর্ন আরটিকেলটি দেখবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি (ইংরেজি: “Information and communications technology” (ICT)) সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ বা পরিপুরক হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারগুলোর ব্যাবহারিক প্রয়োগ। এখানে জ্ঞান-বিজ্ঞানের এই যুগে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য, অথবা দক্ষ ব্যাবস্থাপনার জন্য তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন ও তথ্য বিতরনের গুরুত্ব অনেক। আর এই তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন, তথ্য বিতরনের ও এর সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক কার্যাবলী পরিচালনার বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকেই এক কথায় “তথ্য প্রযুক্তি” বা Infomation Technology বা It বলা হয়।
আর তথ্য প্রযুক্তির সাথে বর্তমানে যোগাযোগ ব্যাবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে- বলা যায়, এরা একে অন্যের পরিপূরক। তথ্য ও যোগাযোগ -এই দুটি ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যাবহারের ফলে খুব দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা সম্ভব। তাই এখন তথ্য প্রযুক্তিকেই (Information and Communication Technology) “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বলে।তথ্য প্রযুক্তির মূলে রয়েছে আধুনিক টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট বাবস্থা।
বর্তমান যুগে তথ্য প্রযুক্তিতে যে সব মৌলিক উপাদান বিদ্যমান আছে তা নিচে উল্লেখ করা হলোঃ
• কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি
• কম্পিউটার নেটওয়ার্ক
• ক্লাউড কম্পিউটিং
• আধুনিক টেলিযোগাযোগ
• ইন্টারনেট
• সফটওয়্যার
• হার্ডওয়্যার
• স্যাটিলাইট
• ডিজিটাল লেনদেন
• ইন্টারনেট অ্যাক্সেস
• ডিজিটাল ডেটা
• রেডিও, টেলিভিশন,
• কম্পিউটিং
• অডিও, ভিডিও
• মডেম
• ফ্যাক্স
তথ্য প্রযুক্তি বা Information Technology এর সুবিধা-অসুবিধা সমূহ :
তথ্য প্রযুক্তি এর সুবিধা অসুবিধা সব কিছুই আছে। তবে আমার কাছে অসুবিধা থেকে সুবিধা দিক বেশি মনে হয়েছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অসুবিধা ২ টা দিকই আছে।তো এক নজরে দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা গুলো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা

  1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে বর্তমানে করোনা মহামারী কালীন শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাসে অংশ গ্রহন করতে পারছে।
  2. এর ফলে ব্যবহারকারী এবং দ্রব্য উৎপাদকের মধ্যে সমন্বয় ঘটছে।
  3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে প্রতিটা মানুষের শক্তির অপচয় কম হচ্ছে।
  4. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে সহজে তথ্য সংগ্রহ ও বিতরণ করতে পাচ্ছে।
  5. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে বর্তমানে খুব সহজেই ঘরে বসে অনলাইনে কেনাকাটার সুবিধা পাচ্ছে।
  6. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিন দিন মানুষের মানুষের দক্ষতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।কাজ গুলো আরো সহজ হচ্ছে
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা
  7. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গোপনীয়তা ও নিরাপত্তার অভাব থেকে যায়।
  8. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে ঘরে বসেই সব কিছু করছে সুতরাং শারিরীক ক্ষতি হয় অনেক।
  9. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে কম্পিউটার দিয়েই অনেক কাজ করিয়ে নেওয়া হচ্ছে যার ফলে বেকারত্ব সৃষ্টি হচ্ছে।

adf.jpg

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.25
JST 0.040
BTC 96186.34
ETH 3344.71
USDT 1.00
SBD 3.50