#### তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর সুবিধা ও অসুবিধা-
বর্তমান সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাক্যটির সাথে বিশ্বের প্রায় সবাই পরিচিত। এক কথায় বলা চলে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এবং এর ক্ষেত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও অসুবিধা গুলোর সম্পর্কে বিস্তারিত ও কার্যকরী তথ্য জানতে পারবেন। আমরা চাই আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তাই আসা করি আপনারা সম্পুর্ন আরটিকেলটি দেখবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি (ইংরেজি: “Information and communications technology” (ICT)) সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ বা পরিপুরক হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারগুলোর ব্যাবহারিক প্রয়োগ। এখানে জ্ঞান-বিজ্ঞানের এই যুগে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য, অথবা দক্ষ ব্যাবস্থাপনার জন্য তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন ও তথ্য বিতরনের গুরুত্ব অনেক। আর এই তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন, তথ্য বিতরনের ও এর সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক কার্যাবলী পরিচালনার বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকেই এক কথায় “তথ্য প্রযুক্তি” বা Infomation Technology বা It বলা হয়।
আর তথ্য প্রযুক্তির সাথে বর্তমানে যোগাযোগ ব্যাবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে- বলা যায়, এরা একে অন্যের পরিপূরক। তথ্য ও যোগাযোগ -এই দুটি ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যাবহারের ফলে খুব দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা সম্ভব। তাই এখন তথ্য প্রযুক্তিকেই (Information and Communication Technology) “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বলে।তথ্য প্রযুক্তির মূলে রয়েছে আধুনিক টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট বাবস্থা।
বর্তমান যুগে তথ্য প্রযুক্তিতে যে সব মৌলিক উপাদান বিদ্যমান আছে তা নিচে উল্লেখ করা হলোঃ
• কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি
• কম্পিউটার নেটওয়ার্ক
• ক্লাউড কম্পিউটিং
• আধুনিক টেলিযোগাযোগ
• ইন্টারনেট
• সফটওয়্যার
• হার্ডওয়্যার
• স্যাটিলাইট
• ডিজিটাল লেনদেন
• ইন্টারনেট অ্যাক্সেস
• ডিজিটাল ডেটা
• রেডিও, টেলিভিশন,
• কম্পিউটিং
• অডিও, ভিডিও
• মডেম
• ফ্যাক্স
তথ্য প্রযুক্তি বা Information Technology এর সুবিধা-অসুবিধা সমূহ :
তথ্য প্রযুক্তি এর সুবিধা অসুবিধা সব কিছুই আছে। তবে আমার কাছে অসুবিধা থেকে সুবিধা দিক বেশি মনে হয়েছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অসুবিধা ২ টা দিকই আছে।তো এক নজরে দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা গুলো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে বর্তমানে করোনা মহামারী কালীন শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাসে অংশ গ্রহন করতে পারছে।
- এর ফলে ব্যবহারকারী এবং দ্রব্য উৎপাদকের মধ্যে সমন্বয় ঘটছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে প্রতিটা মানুষের শক্তির অপচয় কম হচ্ছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে সহজে তথ্য সংগ্রহ ও বিতরণ করতে পাচ্ছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে বর্তমানে খুব সহজেই ঘরে বসে অনলাইনে কেনাকাটার সুবিধা পাচ্ছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিন দিন মানুষের মানুষের দক্ষতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।কাজ গুলো আরো সহজ হচ্ছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা - তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গোপনীয়তা ও নিরাপত্তার অভাব থেকে যায়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে ঘরে বসেই সব কিছু করছে সুতরাং শারিরীক ক্ষতি হয় অনেক।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে কম্পিউটার দিয়েই অনেক কাজ করিয়ে নেওয়া হচ্ছে যার ফলে বেকারত্ব সৃষ্টি হচ্ছে।