টেলিটক ফোরজির জন্য প্রয়োজনীয় সব করছি: আইসিটি মন্ত্রী

in #technologies7 years ago

()
ফোরজি লাইসেন্স আবেদনের প্রায় শেষ সময়ে এমন পরিস্থিতিতে টেলিটকের কী হবে জানতে চাইলে নব-নিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন: সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। টেলিটক সম্পর্কে আগে ভালো মতো জানছি। তবে ফোরজি যুগে টেলিটককে নিয়ে যেতে যা যা প্রয়োজন সেগুলো করতে সাধ্যমত চেষ্টা করেছি।

এর মধ্যেই ফোরজি যাত্রা শুরুর প্রস্তুতি নিয়েছে টেলিটক। বিটিআরসির দেয়া তথ্যানুযায়ী ফোরজি যন্ত্রপাতি আনার অনাপত্তিপত্র সংগ্রহ করেছে টেলিটক এবং দেশের কয়েকটি জায়গায় ফোরজি অবকাঠামো স্থাপন করেছে।

১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণের পর !নিলামে যোগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি। এরপর ২৯ জানুয়ারি নিলাম বিষয়ক আলোচনা, ৫ ফেব্রুয়ারির মধ্যে বিড আর্নেস্ট মানি প্রদান, ৭ ফেব্রুয়ারি নিলামের চিঠি প্রদান, ১২ ফেব্রুয়ারি মক নিলাম এবং ১৩ ফেব্রুয়ারি নিলাম হবে। পরের দিনই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.25
JST 0.040
BTC 95038.31
ETH 3326.36
USDT 1.00
SBD 7.20