দলবদ্ধভাবে সম্পাদিত কর্ম

in #teamwork6 years ago

দলবদ্ধভাবে সম্পাদিত কর্ম

গ্রুপের মাধ্যমে কাজ করলে যেকোনো কাজ সমাধান করা সম্ভব । একটু গ্রুপে অনেক জন সদস্য থাকে । এবং গ্রুপের কাজ সবাই মিলে যদি কাজ করে তাহলে খুব কম সময়ে এবং নিখুত ভাবে কাজ সমাধান করা যাই । আপনি যেকোনো বড় রকমের  কাজ সমাধান করার জন্য গ্রুপের প্রয়োজন হয় । যেমন একটি কোম্পানিতে অনেক জন সদস্য থাকে , এবং একাক জন সদস্যের একাক কাজের দাহিত্য দেওয়া হইয়াছে । কারন অনেক বড় কোম্পানি একজন সদস্য কখনও কোম্পানি  সামলাতে পারবে না । আর একজনের পক্ষে এত কাজ করা সম্ভব নই । 

আবার কেউ যদি ব্যবসা করতে চান , সকল ব্যবসাইক একসাথে হইয়া গ্রুপ গঠন করে । তাতে করে বাজারের মূল্য সমতা থাকে । এবং সকলে একসাথে কাজ করে থাকে । 

image source

গ্রুপ কাজ করার জন্য পূর্ব প্রস্তুতি 

গ্রুপে কাজ করার জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতি প্রয়োজন । যে কোন কাজ করার আগে সকলে এক জাইগাই উপস্থিত হইয়া সকলের মতামত নেওয়া হয় । কিভাবে কাজ করলে সুবিধা হবে । কিভাবে করলে সহজে পারব । এই সব বিষয় নিয়া গ্রুপে আলোচনা করা হয় । এই আলোচনাই সকলেই মতামত দিয়া থাকে । যার টা বেশি ভাল হয়। তার মতামত নেওয়া হয় । এবং সকলেই একসাথে কাজটি সমাধান করার চেষ্টা করা হয় । যে কোন কাজ করার জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন । 

image source

গ্রুপের কাজের সুবিধা 

গ্রুপের কাজের মাধ্যমে যেকোনো কঠিন কাজ সমাধান করা সম্ভব । গ্রুপের যেকোনো সমস্যার সম্মুখীন হলে সকলে মিলে সেই কাজটি সমাধান করে দেই । একটি গ্রুপে যত লোক থাকবে গ্রুপে ততো শক্তি পাবে । গ্রুপের সকলে সমান ভাবে কাজ করে থাকে ফলে খুব কম সময় যেকোনো কাজ শেষ করা সম্ভব হয় । আবার কোন কাজ কম খরচে করা যাবে এমন পদ্ধতি অবলম্বন করা হয় । 

সুতরাং সব শেষে বলতে পারি গ্রুপ কাজ সব থেকে ভাল পদ্ধতি । 

Sort:  

Good one keep posting...upvoted

হুমম ঠিক বলছেন ভাই এবং সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ

This post has received a 16.55 % upvote from @boomerang.

Nice post

Posted using Partiko Android

গুরুত্বপূর্ণ কিছু কথা লিখছেন । একটা প্রশ্ন করতে পারি ?

বলেন ???

apni steemit e kivabe eto success ?

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91499.04
ETH 3111.94
USDT 1.00
SBD 2.89