মাত্র ৩৩ দিনে বড় ছেলে কোটিপতি !

in #tags7 years ago

IMG_20171013_185407.jpg

মাত্র একমাস তিন দিনেই কোটিপতি হয়ে গেল ‘বড় ছেলে’! গেল কোরবানি ঈদে প্রচারিত একটি নাটকের নাম ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ নাটকে বড় ছেলের চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার প্রেমিকার চরিত্রে ছিলেন মেহজাবিন চৌধুরী। গত ঈদে চ্যানেল নাইনে প্রচারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় নাটকটি। এবার ইউটিউবেও রেকর্ড গড়ল এটি।
৫ সেপ্টেম্বর সিডি চয়েসের ইউটিউব চ্যানেল ‘সিডি চয়েস ড্রামা’য় নাটকটি উন্মুক্ত করা হয়। ৮ অক্টোবর মাত্র ৩৩ দিনে এর ভিউয়ার দাঁড়ায় ১ কোটি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নাটক ইউটিউবে কোটি ভিউয়ার পায়নি। তাও আবার মাত্র ৩৩ দিনে! শুধু তাই নয় কোনো গানও এত কম সময়ে কোটি ভিউয়ার ছুঁতে পারেনি। এ প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বড় ছেল একটি ইতিহাস। এ নাটকের সফলতা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 97940.38
ETH 3588.74
SBD 2.18