সূরা কাফিরুন এর গুরুত্ব

in #surahkafirun3 years ago

p (4).jpg

সূরা কাফিরুন এর অর্থ ভালোভাবে বুঝতে পারলে আমরা এর গুরুত্ব বুঝতে পারব। এখানে মহান প্রভু সর্বশক্তিমান সেই কাফেরদের কথা বলেছেন যাদের সম্পর্কে মহান প্রভু আগে থেকেই জানতেন যে তারা কাফের হিসেবে মৃত্যুবরণ করবে।

এই সূরাটি নাযিল হওয়ার পর কিছু অবিশ্বাসী এই সূরার গুরুত্ব অনুধাবন করে আল্লাহর একত্বকে স্বীকার করে এবং সকল প্রকার শিরক ত্যাগ করে।এই সূরার একটি মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর একত্ববাদকে ঘোষণা দেওয়া এবং আল্লাহ ব্যতিত অন্য কারো ইবাদত না করা। এমনকি এমন কোন কিছুর সাথে আপস করা যাবে না যা মানুষকে শিরকের দিকে ধাবিত করে।

এ সূরা শানে নুযুল থেকে বুঝা যায় এর গুরুত্ব অনেক। আল্লাহ এ সূরায় সব কাফিরদের বুঝিয়েছেন যে, যাদের ব্যাপারে আল্লাহ তা'আলা জানতেন তারা কাফের হয়েই মরবে। তাদের মৃত্যুও শিরক অবস্থায় হবে। এর গুরুত্ব বুঝে অনেক মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আল্লাহর একত্বতা স্বীকার করে। তাছাড়া এ সূরার অন্যতম একটি শিক্ষা হলো আল্লাহ ও তাঁর রাসূলের সাথে অন্য কারো শামিল করা শিরক। তাই এমন কিছু করা যাবে না যা শিরকের দিকে নিয়ে যায়।

https://classyfact.com/tafseer-of-surah-kafirun/

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82296.14
ETH 1561.52
USDT 1.00
SBD 0.72