সুনীল গ্রোভার!

in #sunil7 years ago

চেনা যায় উনাকে! জ্বি, উনার নাম সুনীল গ্রোভার!

মূলত তিনি একজন ভারতীয় অভিনেতা, কৌতুকাভিনেতা, স্ট্যান্ড আপ কমেডিয়ান। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘দা কপিল শর্মা শো’ তে।
ড. মশহুর গুলাটি, রিংকু দেবী দু’টি চরিত্রেই তিনি অনবদ্য। সনি টিভিতে অনুষ্ঠানটি টিআরপির দিক দিয়ে অনেক উপর ছিল, কারন অনুষ্ঠানটির অ্যাংকর ছিলেন জনপ্রিয় স্টার কপিল শর্মা। আরও ছিলেন আলী আজগর, চন্দন প্রভাকর, কিকু সারদা, সুমনা চক্রবর্তী প্রমুখ।

হঠাৎ একদিন বিমানের ফ্লাইটে মাঝ আকাশে বিমানের ভিতর কপিল সুনীলের ঝগড়ার কথা শোনা যায়। কপিল নাকি দুর্ব্যবহার করেছেন সুনীলের সঙ্গে!

বিমানের ভেতর কপিলের দুর্ব্যবহারের সূত্র ধরে ‘দ্যা কপিল শর্মা’ শো থেকে বেরিয়ে যান শোয়ের মূল চরিত্রগুলোতে অভিনয় করা সুনীল গ্রোভার, আলী আসগর, চন্দন প্রভাকর। এর নিদারুণ প্রভাব পরে কপিলের শোয়ের টিআরপিতে। একদম হুট করেই আকাশ থেকে মাটিতে নেমে যায় শোয়ের টিআরপি। এরফলে নতুন করে ভাবতে হয়েছে সনি টেলিভিশন কতৃপক্ষকে!

আগামী ২৫ তারিখ হতে সনি টিভিতে আরেকটি প্রোগ্রাম শুরু হচ্ছে, ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’!
যেখানে সুনীল গ্রোভার নেই।
অনেকেই টুইটারের বরাত দিয়ে অনেক কিছুই বলছেন, সুনীলকে ডাকা হয় নাই, সুনীলকে ডাকা হয়েছিল সে যায় নাই, আসলে ঐ ঝগড়াই তার কারন ইত্যাদি ইত্যাদি।
তাছাড়াও বর্তমানে কে বেশি জনপ্রিয় তা নিয়েও চলছে বিতর্ক!

বিতর্কে যাবো না,
‘ দা কপিল শর্মা শো’ র ড. মশহুর গুলাটির চরিত্রটি আমার খুব প্রিয় একটি চরিত্র। এখনও আমি ইউটিউবে শুধু গুলাটির অংশগুলো বারবার দেখি।
দেখি আর মুগ্ধ হই!!
বিশেষ করে তার পরিচয়ের পর্বটা, যেমন জলি এলএলবি টু সিনেমার প্রমোশনে অক্ষয় আসলে তার কাছে নিজেকে পরিচয় দেন এভাবে, “ম্যায় ড. মশহুর গুলাটি- এলএলবি”
এলএলবি মতলব- লেডি লাভারস ব্যাচেলর!!!

29541111_10216158700664038_3488509436529877943_n.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67