জীবনে কিভাবে বড় হতে হয় আজকে আমি সেই সম্পর্কে আলোচনা করব | Today I will talk about how to grow in life.

in #success6 years ago

Image source

আজকে কয়েকটি ধাপ সম্পর্কে আলোচনা করব ।

সফলতা আর ব্যর্থতার মাঝে অনেকগুলি ধাপ রয়েছে।

সব সময় আপনার চিন্তাশক্তি পজিটিভ থাকতে হবে । খারাপ চিন্তা নিয়ে কখনো বড় হওয়া যায় না,এ জন্য সবসময় চিন্তা শক্তি পজিটিভ হতে হবে। সৎ ও মহৎ চিন্তা ভাবনা করে কখনো পিছপা হয়না । তারা সব সময় সঠিক পথে চলে। চিন্তা করতে হবে নিজের স্বপ্ন নিয়ে ,লক্ষ উদ্দেশ্য নিয়ে, জীবন নিয়ে , নিজের ও মানবতার শান্তি নিয়ে।

সফল হতে হলে সব সময় অক্লান্ত চেষ্টা ও পরিশ্রম করতে হবে । সফল হতে হলে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না । সব সময় প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে ।কখনো পিছপা হলে চলবে না । একজন সফল মানুষ দৈনিক 12 ঘন্টা থেকে 18 ঘন্টা কাজ করবে । সফল মানুষরা তাদের সময় কে কখনো অপচয় করেন না । সফল হতে হলে আপনাকে চেষ্টার ত্রুটি রাখা চলবে না, সফল হতে হলে আপনাকে পূর্ণ মানসিকতা রাখতে হবে।

সফলতার জন্য দরকার সুন্দর একটা মানসিকতা । অবশ্যই আপনার মেধা সফলতার জন্য বিনিয়োগ করতে হবে । আপনার মেধাকে প্রচুর পরিমাণে কাজে লাগাতে হবে ।যতই আপনার মেধা কাজে লাগাতে পারবেন , সফলতা ততই সন্নিকটে। আপনাকে সেই সব সফল ব্যক্তিদের দেখে শিখতে হবে , তারা কিভাবে বড় হয়েছেন । আপনাকে তাদের থেকে সৃজনশীলতা শিখতে হবে । কিভাবে তারা এত বড় হয়েছেন। আপনাকে অবশ্যই দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন হতে হবে।

পরিকল্পনা করতে হবে । পরিকল্পনা সফলতার চাবিকাঠি। একটা ভালো পরিকল্পনা বলা যায় আপনার সফলতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবশেষে আমি বলব আপনার লক্ষ্যের প্রধান জিনিস সম্পর্কে। আর সেটা হলো অক্লান্ত পরিশ্রম। একমাত্র পরিশ্রমই আপনাকে করতে পারে সফল । সফলতা জন্য দরকার একটি সুস্থ চিন্তা ,সুন্দর পরিকল্পনা এবং সে অনুযায়ী কাজ করা। সুতরাং সঠিকভাবে কাজ কর এবং সফলতা অর্জন করুন।

Sort:  

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @darkline.

Your post was found in violation of our TOS and was unvoted to combat spam and abuse on steem.
According to our TOS, we do not offer refunds, since unvoting does not give us the voting power back.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94375.91
ETH 3269.46
SBD 6.76