পরিক্ষায় ভালো করার জন্য যেসকল কৌশল গুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়

in #study7 years ago (edited)

আমরা সকলেই কমবেশি পরীক্ষা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি । আর পরীক্ষা নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা থাকবে এটাই স্বাভাবিক । পরীক্ষা নিয়ে যাদের কোন ভাবনা নেই তাদের পরীক্ষা প্রস্তুতিতে ঘাটতি থাকে । আবার যারা সাড়াটা দিন বই নিয়ে টেবিলের সামনে বসে কাটায় তাদের প্রস্তুতিও যে ভালো হবে তা কিন্তু ঠিক না। কিছু সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে যারা সারা দিনরাত সিলেবাস পড়তে পড়তে কাটিয়ে দেয়, আবার অনেকে আছে যারা বইয়ের পিছনে বেশি সময় না দিয়ে বাস্তব জ্ঞ্যান অর্জন করে।

পরীক্ষার প্রস্তুতিতে পড়ার রুটিন তৈরি করাঃ


আমরা অনেকেই আছি যারা অগোছালো ভাবে জীবনযাপন করে থাকি। ঠিক একই রকম ব্যবহার আমরা পড়াশুনার ক্ষেত্রেও করে থাকি। এই বদ অভ্যাসটা পরিবর্তন করা উচিত । পড়া শুরু করার পূর্বেই আমাদের মনোবল দৃড় করতে হবে এবং মন থেকে পরীক্ষার ভয় দূর করতে হবে। পরীক্ষার তারিখ প্রকাশের পর পরীক্ষার আগ পর্যন্ত যেকটি দিন রয়েছে সেই দিন গুলোকে পরীক্ষার রুটিন অনুযায়ি কোন দিন কি পড়বে তা আগে থেকে বেছে নিতে হবে।


Image Source

শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো রাখুনঃ



Image Source

পরীক্ষার আগে আমরা অনেক সময় বিভিন্ন সাবজেক্ট নিয়ে কোন না কোন ঝামেলায় পরি। এসময় আমরা আমাদের মেধাবি বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে তারাও সেই সাবজেক্টের সমস্যার সমাধান দিতে পারে না, তাই আমরা হতাশ হয়ে পরি । এতে হতাশ হওয়ার কিছু নেই ! আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে পারি। এতে সঙ্কোচ বা ভীতির কিছুই নেই । আপনি আপনার শিক্ষকের সাথে যত বেশি বন্ডিং ভালো রাখবেন আপনি তত বেশি জানতে পারবেন।কাজেই পরীক্ষা বিষয়ে পরামর্শ পেতে শিক্ষকদের দ্বারস্থ হন। তাহলেই ভাল রেজাল্ট করা সম্ভম।

ভুল থেকে শিখুন এবং গ্রুপ স্টাডিতে যোগ দিনঃ



Image Source

ক্লাসে ভুল প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ? অন্যরা হাসছে আপনার কথা শুনে ? এমনটা অনেক হবে এই হাসি দীর্ঘস্থায়ী নয়, আপনি যদি এই হাসিকে ভয় পেয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় পান তাহলে আপনি হয়তো চির জীবনের জন্য একটি গুরুত্বপুর্ন বিষয় সম্পর্কে অজ্ঞ্যাত থেকে যাবেন । তাই ক্লাসে লেকচারের সময় আপনার মনের মধ্যে থাকা প্রশ্নটি জিজ্ঞাসা করুন। সেটা যদি ভুলও হয়ে থাকে তাহলে আপনার শিক্ষক আপনাকে সঠিক টা জানাবেন এবং এভাবে আপনি আপনার ভুল ধারনাকে শোধরাতে পারবেন। পরিক্ষায় ভালো ফলাফলের জন্য গ্রুপ স্টাডি অত্যান্ত কার্যকারি। বিভিন্ন ধরনের ভুল ধারনা শোধরানো যায় গ্রুপ স্টাডির মাধ্যমে। তাছাড়া, গ্রুপ স্টাডি করলে পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় ।

নোট তৈরি করা ও সুন্দর ভাবে লেখা উপস্থাপন করাঃ


9dd5e90ca170185702e0f31cca829ea5.gif

GIF Source

পড়ার সময় সেটা শুধুমাত্র মুখস্ত না করে নোট করে রাখলে মনে থাকে বেশিক্ষন, এ পদ্ধতি বেশ কার্যকর । নোট করে পাঠ গ্রহন করলে পাঠে মনোযোগ বৃদ্ধি পায় এবং আকর্ষণীয় হয়ে উঠে । তাছাড়া কিছু কিছু জটিল শব্দ রয়েছে যেগুলা মুখস্ত করা বেশ কঠিন , তাই এই কঠিন কে সহজ করতে ছন্দ মিলিয়ে পড়তে পারো সেই শব্দ গুলো। আমরা সকলেই জানি প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী,তাই পরীক্ষার খাতায় সুন্দর ভাবে গুছিয়ে লিখতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে । তুমি যদি খাতা ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে ভালো নাম্বার পাবে। এটি শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে এবং তোমাকে অধিক নাম্বার পেতে সহায়তা করবে ।

mm.jpg

আশা করি আমি আমার এই পোস্টে আমার বিষয়বস্তু তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ @zaku

Sort:  

very good information ..thanks to share with us!!

Hey.....@zaku make valueable post in bengali language and use tag #greatbot to receive an 100% upvote from @greatbot

For your kind information our paid upvote bot service will be greater for you cause in just for 1 SBD you will get 90+ upvote everyday in one post for 30 day's long and ultimately you will be benefited at least 150+% with 90+ upvote per day. For more details click here

This post, with over $50.00 in bidbot payouts, has received votes from the following:

minnowbooster payout in the amount of $118 STU, $221 USD.
buildawhale payout in the amount of $80 STU, $148 USD.
upme payout in the amount of $23 STU, $43 USD.

For a total calculated bidbot upvote value of $221 STU, $412 USD before curation, with approx. $55 USD curation being earned by the bidbots.

This information is being presented in the interest of transparency on our platform @zaku and is by no means a judgement of your work.

Wuao i dont understand your language but good luck

শিক্ষণীয় পোস্ট । খুব সুন্দর @zaku

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97478.26
ETH 3565.84
SBD 1.58