সন্ধ্যাটুকু একান্ত নিজের

in #sttem3 months ago

চলে যাচ্ছে গতিময় দিন
গতিহীন সকাল, দুপুর
বিকেল ও রাত, শুধু
সন্ধ্যাটুকু একান্ত নিজের
পথ ভুল করে,ঠিকানাবিহীন
শুকনো নদীর পাড় ঘেঁষে ঘেঁষে
পথশ্রম পশু করে দিয়ে
চলে যাচ্ছে গতিময় দিন।
ঝড়ের বেগের সাথে পাল্লা দিয়ে
যে জীবন আলোড়িত ছিল
আলোকিত সব অন্ধকার
পরাজিত দীপ্রময় দিনে
এই তো সে দিন!
চলে যাচ্ছে গতিময় দিন...
সমস্ত প্রহর, শুধু
সন্ধ্যাটুকু একান্ত নিজের

মাহমুদ কামাল

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 94514.58
ETH 3259.44
USDT 1.00
SBD 3.16