শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-42

in #story22 days ago
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 42 তম পর্ব।।

ডায়েরীতে লিখবো নাকি তোমাকে শোনাবো।
মিথিলা বলল হয়েছে হয়েছে মিষ্টার। এখন যাবার সময় হয়েছে। জীবন রিক্সা করে বলল উঠ। মিথিলা বলল জীবন একদিন আমাদের বাড়িতে এসো।
জীবন বলল লজ্জা লাগে। রিক্সাওয়ালা বলল ভাইজান নতুন যেতে লজ্জা লাগার কথা, তবুও যেতে হবে। রিক্সাওয়ালার কথা শুনে জীবন হাসির স্বরে বলে ঠিকআছে যাবো। মিথিলাকে বিদায় দিল। মিথিলা রিক্সা নিয়ে চলে যায়।
জীবনের মনটা এখন অনেক ভালো লাগছে। রিক্সা ডেকে জীবন বাড়িতে চলে আসে।
তারপর দিন সকালে পুলক জীবনকে ঘুম থেকে তুলে বলল, তোকে ছাড়া কলেজে যেতে মন চায় না। তবুও যেতে হবে। পুলক আবার বলল নামাজ পড়িসনি।
জীবন বলল আর বলিস না একটা শয়তানে ধরেছে আমাকে। কয়েক দিন হলো। উঠতে পারিনা।

IMG_3515.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

তবে পুলক মনে রাখিস। অহংকারী মেয়েটির ফাদে পড়িস না।
পুলক বলল দুষ্টমীতো ভালো জানিস। তোদের মত ছেলেরা প্রেম করতে পারবে। আমার মত সাধারন একটি ছেলের সাথে কে প্রেম করবে। আমাকে পছন্দই করবে না। আর যদিও করে পরে সবকিছু জেনে কেটে পড়বে। মেয়েরা হয় বহুরূপী, মন চিনেনা, চিনে শুধু অর্থ আর প্রাচুর্য।
জীবন বলল সব মেয়েরা এক রকম নয়। যে মেয়ের ব্যক্তিত্ব আছে সে টাকা দেখে না। সে শুধু তার মনের মত একটি মানুষ। সে মেয়ে হল মন চিনার। পুলক আমার বিশ্বাস এনির অহংকার দুর হয়ে গেল। তোর সাথে যখন কথা বলেছে আমি বলি তোকে এনি ভালোবেসে ফেলেছে।

IMG_3512.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

পুলক বলল জীবন রাখতো তোর দু নাম্বারী কথা। আমি এখন যাই কলেজে। দেখা হবে পরে।
আজ কলেজের তৃতীয় দিন। সবার মন নতুন। পুলকের মন ভালো নয়। শুধু ভাবনা পুলকের আমি কলেজে একা। একা থাকাটা হয়তো বোকার মত। পুলক আস্তে আস্তে পুকুরের পাড়ে গিয়ে বসে রহিল। কলেজের ভিতর সুন্দর একটা পুকুর আছে। পুকুরের চারপাশে অনেকগুলো খেজুর গাছ। দেখতে খুবই সুন্দর। এনি পুলককে খুজছে তার মনের কথাগুলো বলার জন্য। হঠাৎ দেখতে পেল পুলককে।
এনি আস্তে আস্তে দুলকের সামনে গিয়ে বলল এখানে বসে আছেন। পুলক মাথা ঘুরিয়ে দেখতে পেল এনিকে। পুলক বলল আপনি, কেমন আছেন?
মিথিলা বলল ভালো। বসতে পারি।
পুলক বলল বসেন।

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

মাশাআল্লাহ অনেক সুন্দর ফটোগ্রাফি

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 96864.77
ETH 3282.21
USDT 1.00
SBD 3.01