শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-57
কম নয়! আর কী সুন্দর সিস্টেম দেখো। রাস্তার ধার, ঢুকতেই টানা চওড়া বারান্দা, ওখানে চেয়ার পেতে দিব্যি বসা যাবে। তারপর দরজা খুলতেই বসার ঘর। ইচ্ছা করেই বড় করেছি, বুঝলে? ফার্নিচার কম তো, আরো বড় মনে হবে। যেই আসবে চোখে ধরবে, মনে ধরবে, বলবে, লোকটা ছোটখাটো হলে কি হবে, মন বড় আছে। নইলে এত বড় বসার ঘর কেউ বানায়? তারপর দরজা খুলতেই বাঁ-দিকে দুটো ঘর, ডানদিকে একটি। দুই ছেলের দু'টি, আমাদের একটি। তারপর একটু স্পেস, স্পেসটার দরকার আছে, বুঝলে? ওটা রিলিফ। তারপর শিরীনের ঘর। জামাই আসবে, একটু নিরিবিলি হবে। তারপর রান্নাঘর, পেছনে বিরাট বারান্দা। তারপর বাগান। বাগানে আমরা কাজ করবো, লাউগাছ লাগাব, কুমড়া গাছ হবে, কেউ দেখবে না। মোটকথা বাইরে থেকে কেউ আন্দাজই করতে পারবে না, ভিতরে বাড়িটা এতো সুন্দর! তুমি কি বল?
তাইয়েবার চোখেমুখে তৃপ্তি ফোটে, বিস্তৃত একটা হাসি মেলে ধরেন স্বামীর দিকে। বলেন, সত্যিই খুব সুন্দর। আমি যেমনটি চেয়েছিলাম। এই জীবনে আমি যা যা যেমনটি চেয়েছিলাম সব ঠিক তেমনটি পেয়েছি।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আজকে তিনি মিলাদ পড়াবেন। 'গৃহপ্রবেশ' শব্দটি তার মনে এসেছে, কিন্তু কাউকে তিনি বলেননি। আজই উঠেছেন। ঢাকার ভাড়ার বাসা থেকে সব জিনিস এনেছেন। আজই মিলাদ! দুটো কাজ তার করা বাকি আছে। এক ইনুর মাকে গিয়ে দাওয়াত করা। আর তার বন্ধু, ধরতে গেলে প্রথম জীবন থেকে শুরু করে এখনো মধুর সম্পর্ক যার সঙ্গে একই রকম টিকে আছে, সেই আজমের বাসায় যাবেন। জয়দেবপুর চৌরাস্তায় সে বাড়ি করেছে। বাড়ি মানে কোনমতে একটা ছাদ তুলেছে টিনের। তবু বাড়ি তো! নিজের বাড়ি! তাকে গিয়ে ধরে একেবারে নিয়ে আসবেন। প্রথমে তিনি গেলেন ইনুর মা-র কাছে। পাশের বাড়ি। বাড়ি দুটো দেখতে
অবিকল এক রকম। মনে হয় দুই ভাই, কিংবা ভাই-বোনের বাড়ি। ইনুর মা মানুষটাকে বেজায় ভাল লাগে তার। মুখে একটা স্মিত হাসি সব সময় লেগে আছে।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
মাঝে মাঝে ভুল হয়, ওটা হাসি, নাকি চেহারাই এরকম। ঠোঁটের গড়নই হাসির মত। হতে পারে। হোক, ক্ষতি নেই, হাসির মত চেহারা, কিংবা হাসিমুখ, কথা সেই একটাই দাঁড়াল। দরজা খুলে দাঁড়ালেন মেরী, বললেন, আসুন ভাই সাহেব, ভিতরে আসুন।
- না, বসব না। আজ বিকেলে বাদ আছর মিলাদ। আপনি কিন্তু অবশ্যই
আসবেন।
মেরী প্রমাদ গোনলেন। বললেন, কিন্তু আমি তো-
আমি জানি, কোথাও আপনি যান না। কিন্তু আমি তো অন্য কেউ নই। আমাকে আপনি ভাই ডেকেছেন। আর আমার বাড়িটা তো হুবহু আপনারটির মত।
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.