শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-51

in #story13 days ago
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 51 তম পর্ব।।

তারপরদিন জীবন ফোন করলো মিথিলার কাছে। মিথিলার বাবা স্বপন সরকার জীবনকে বলল,
তুমি আর কোনদিন ফোন করবে না। সরলতার সুযোগ নিয়ে তুমি অনেক ক্ষতি করেছো।
এভাবে কেটে গেলো দীর্ঘ ছয়টি মাস। মিথিলা বুঝতে পেরে জীবনকে ছয়মাসে কয়েক শত চিঠিতে বলেছে জীবন তুমি আমাকে পাবার চেষ্টা কর।
জীবন উত্তরে লিখেছে, তুমি আমার ছাড়া আর কারো হতে পার না। এবং মিথিলা আরও লিখত যে, বাবা আমার বিবাহ দিতে উঠে পড়ে লেগেছে। পুলক ও এনির ভালোবাসার হার দিন দিন বেড়ে চলছে। জীবন পুলকের বাবা আকবর মিয়াকে বলল,
চাচা এনির বাবার সাথে কথা বলুন।
আকবর মিয়া এনিদের বাড়িতে যাওয়ার পর পুলকের মা-বাবা তাকে অপমান করেন। আকবর মিয়া জীবনকে এসে বলল,
জীবন বাবা, আমরা গরীব বলে আমাদের প্রস্তাবে রাজি হল না। জীবন আজ তোমার কাছে আমার কিছু কথা আছে। জীবন বলল,
কি কথা? আকবর মিয়া বলল,

IMG_3429.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

জীবন আমার ব্যাংকে একটি ডিপোজিট আছে ষাট হাজার টাকা পাবো। জীবন প্রথমে অবাক হলো। তারপর বলল,
টাকাটা তুলে পুলককে ব্যবসায় নামিয়ে দিন।
তাই হল। জীবন ও পুলককে ষাট হাজার টাকা দিল। কয়েক মাসে পুলক ব্যবসা করে উন্নতির দিকে গেল। আকবর মিয়া বলল,
পুলক জীবন ও তার মা-বাবাকে দাওয়াত করা দরকার।
দাওয়াত তার কবুল করলো।
আজ দাওয়াতের দিন।

IMG_3430.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

পুলকের জন্য তার বাবা-মা দোয়া আছে বলে ব্যবসা করে উন্নতি করলো। আজ ভাঙ্গা চেয়ার নেই বাড়িতে। সবায় আসল দাওয়াতে। মেহমানদারী করা হল। তখনই আসলো এনির বাবা-মা, পুলকের মা-বাবার কাছে সেদিনের অপমানের জন্য মাফ চাইলো। তারা মাফ করে দিলেন। এবং এনির সাথে পুলকের বিবাহের দিন ধার্য্য করা হল। জীবন ও পুলক বাহিরে। পুলক বলল, চাচা-চাচীকে বল মিথিলার কথা।
জীবন বলল, অবশ্যই বলব, পড়ে। চল আগামীকাল পদ্মার পাড় যাই। পুলক রাজি হল। এনিকে বলে রাখিস মিথিলাকে ও নিয়ে যাবে। জীবন বলল, কথাটা ভুলে গিয়েছি। তোর বিবাহের খরচ কিন্তু আমি দিব।"
পুলক বলল, আচ্ছা ঠিক আছে।
এটাই হল প্রকৃত বন্ধু।

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97053.76
ETH 3346.96
USDT 1.00
SBD 3.02