শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-132

in #story8 hours ago
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 132 তম পর্ব।।

চমকে জেগে ওঠেন এবং চোখের সামনে ভেসে উঠে ইনুর মুখ। এক বিচিত্র অনুভতি তার সর্বদেহে শিহরণ তোলে। তার সন্তান, তার ছেলে। মেরিনার চেহারাটিও পরিমরি মনে পড়ে তখন। ইনুর চেহারায় তার আভাস আছে। গ্রামের মেয়ে, গ্রামের মত শান্ত -কোমল। তার সঙ্গে কাটানো সেই রাতগুলো এক লহমায় ফিরে আসে এক মোহময় সুগন্ধ নিয়ে, গ্রাস করে তার চেতনাকে। তখন পেট্রা নামের একটা পারফিউম বাজারে চালু ছিল। পেট্রার গন্ধ নাকের ভিতর দিয়ে বুকে গিয়ে আশ্রয় নিতো। একটা মাদকতা চরে রাখতো বাতাসকে। তার সঙ্গে পশমের মত হাল্কা-পিচ্ছিল, পালকের মত নরম-কোমল, নিবেদনের মত স্নিগ্ধ-সজীব মেরিনার আনন্দ-দেহ।
কতকাল আগের কথা। সব জীবন্ত হয়ে ইউসুফের নাকের কাছে, দেহের কাছে, মনের কাছে এসে তার অনুভবের সঙ্গে মিশে যাচ্ছে। যেন সে খুব দূরের জিনিস নয়, কাছের।
হাতের কাছে, চোখের কাছে, গালের কাছে, ঠোঁটের কাছে।

IMG_5028.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

ইউসুফের মনে পড়ল, ইনু যেদিন অফিসে তার সামনে এসে দাঁড়িয়েছিল, তখন ওর মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কি যেন একটা ভাব তার মনে দোলা দিয়েছিল। হঠাৎ ইনুর মেজাজ ও অভিমানকেও তিনি ধরতে পারছেন এখন।
এখন তিনি কি করবেন তা মোটামুটি ঠিক করে ফেলেছেন, কিন্তু কেমন করে করবেন, তা ঠিক করতে পারছেন না। বহুদিন আগে ফেলে আসা একটা জীবনের জন্য তার মধ্যে হাহাকার জন্মেছে, বিপুল বিশাল অনবদ্য সে হাহাকার। তিনি কোনো কিছুর বিনিময়ে এখন ইনুকে আর ছাড়তে পারবেন না। ইনুকে তার চাই। একদিন আমি যা ছিলাম, ইনু এখন তা-ই। ইনু আমার সেই আমি।
শিরীনদের বারান্দার গ্রিলের গেট খুলে দাঁড়াল শিরীন। ইনু শিরীনের দিকে তাকাল না। সে গম্ভীর চেহারা নিয়ে ভিতরে চলে গেল।

IMG_5035.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বাইরে বিকেল পড়েছে। রোদ একটুখানি নরম হয়েছে। বাতাসে হাল্কা শীতের আমেজ। ইনু কোন দুঃসংবাদ নিয়ে আসেনি তো! দুঃসংবাদ সে আর শুনতে চায় না।
বেতের একটা চেয়ার বারান্দায়, বোধহয় মা এসে বসেছিল। তাইয়েবা মাঝে মাঝে বারান্দায় বসেন। বসে পথের দিকে তাকিয়ে থাকেন। একজন চলে গেছে, সে কোনদিন আর এই পথে, এই বাড়িতে আসবে না। কিন্তু অন্যজন আসবে। পথের দিকে তাকিয়ে শিরীনেরও নাজিমের কথা মনে পড়ল। আসে না, আসে না, আবার যে কোন মুহূতে চলে আসতে পারে। চলে এলে মনে হবে না যে, সে অনেকদিন আসেনি।

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.826281301165382 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 102257.99
ETH 3267.52
SBD 3.98