Life story -- 7th February 2025
কি হলো, অভিকে ঈর্ষা বোধ করার জন্য রোদেলা ইচ্ছা করেই এমনটা করেছে। টেবিলে এই লেখার পর সে অভির রুমের দরজার সামনে দাঁড়াল এবং অভি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে যাবে।
অবশেষে আবিকে বের হতে দেখে রোদেলা দৌড়ে নিজের রুমে গিয়ে লেখার ভান করে বসে পড়ল তখনই সবাই জানলো অভির কি হয়েছে।
অভি রোদেলাকে টেনে তার রুমে নিয়ে গেল, দরজা বন্ধ করে রোদেলার হাত ছেড়ে দিল।
- তুমি কাকে ভালোবাসো?
——যারা আমাকে ভালোবাসে
কে, তোমার নাম কি?
——আমি তোমাকে কেন বলব?
কিকি, আমি একজন শিক্ষক হতে লজ্জিত নই, আমি আমার ছাত্রের প্রেমিকের নাম জানতে চাই।
——রোদেলাআ (অভি হাত নামিয়ে রোদেলাকে চড় মারল)
আবির এতই রাগ হল যে, আবির কে সেদিনের মত কাঁপতে দেখে রোদেলা ভয় পেয়ে গেল, এখন আরও খারাপ হতে লাগল।