Life story -- 5th December 2024

in #story17 days ago

মিষ্টি এবং নিস্তেজ. রমির দুষ্টুমিতে এখন আর তার হাসি নেই। সে খুবই দুঃখিত ছিল। তার মনে হলো যেন সে একা হয়ে যাচ্ছে। লেমি মৃদু হেসে বলল

image.png

——"বোকা ছেলে। আমি স্কুল বদলাবো না। তখন দেখা হবে আমাদের দুজনের।"
ততক্ষণে মিতু হাসছে। ল্যামি তার পিঠে খোঁপা রেখে বলল:
"এখনও কেন ভাগাভাগি করছ না? আর কতদিন উদারভাবে আশ্রয় দিতে থাকবে? তাহলে আমার জমিদারি উঠবে।"
রমি জোরে হেসে উঠল। সে মিসুকে কোলে তুলে নিল।

image.png

আয়েশা সুলতানা চারতলার ঘণ্টা বাজিয়ে দিল। তালির মা এসে দরজা খুললে আয়েশা সুলতানা তাকে বিদায় জানান।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96071.21
ETH 3327.74
USDT 1.00
SBD 3.21