Life story -- 20th January 2025
আরে, দুম্বা, দরজা থেকে সরে যাও। দরজায় দাঁড়িয়ে আছো কেন (বিরক্ত হয়ে) --কে তুমি? --তুমি আমাকে প্রশ্ন করার কে? --আমি এই বাড়ির বউ --কি?
(অবাক হয়ে) --আমি অভি উডবির বউ, দরজা থেকে সরে যাও মেয়েটা রোদেলাকে ধাক্কা দিয়ে ভিতরে চলে গেল, রোদেলা অবাক হয়ে দরজাটা ধরে ঢুকল, এই আর কে? -- ঐশী, ঐশী, কোথায় তুমি, প্রিয়। ঐশী গ্যাসের চুলা নিভিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো।
--আহিয়া, আপু, তুমি এখানে?? --তুমি কিসের জন্য অসন্তুষ্ট? --আমাকে বলবেন না, আমি গত বছর আসতে চেয়েছিলাম, কিন্তু পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণে, আমি অন্য কাজে আটকে গিয়েছিলাম এবং আসতে পারিনি। --তুমি বিডিতে কবে এলে?? --আজ সকালে ঢাকা এয়ারপোর্টে নামলাম, শুনলাম অভি নাকও রাজশাহীতে আছে।