Life story -- 19th January 2025
রোদেলা ব্যথানাশক ওষুধ খেয়ে, নরিক্সের বড়িগুলো বিছানায় ফেলে ঘুমিয়ে পড়ে।
★
১১টা বাজে...
দশী রান্নাঘরে পায়েস বানাচ্ছিল, আর রোদেলা সোফায় বসে কাজু কাটছে। হঠাৎ ডোরবেল বেজে উঠল, রোদেলা ঐশী রান্নাঘর থেকে বের হতে চলেছে।
——তুমি থাকো, আমি দরজা খুলব
——তোমার হাঁটতে কষ্ট হয়, তুমি বসো
- আরে কিছু হবে না।
রোদেলা হেঁটে দরজা খুলে দেখল, হাতাবিহীন সাদা টপ, ডেনিম শর্টস এবং ছিঁড়ে যাওয়া জিন্স পরে দাঁড়িয়ে আছে, তার গলায় একটা ছোট সাদা স্কার্ফ বাঁধা . তার কানে বড় দুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পায়ে পেন্সিল হাই হিল এবং হাতে একটি আইফোন ও দামি মানিব্যাগ।
রোদেলা মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখছিল।
All Image are Taken From Freepik