নীল গগনের মায়া - পর্ব ০৫ (সিরিজ গল্প: ০১)
"নীল গগনের মায়া" - পর্ব ০৫
গত পর্বের পর...
রাফির ছুটি শেষ। চলে যেতে হবে। শহরে ফিরে যাওয়ার এই সময়টায় রাফির জীবনের যেন সবচেয়ে বাজে সময়। আজকেও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সকাল ৮ টায় বাস। ভোরের নামায পরে আজ আর ঘুমায়নি রাফি। টুকিটাকি ব্যাগ গুছাচ্ছে। ৮ টা বাজার ১৫ মিনিট আগে সে বাবার বাইকে চেপে পৌঁছে গেলো বাস স্টপে।
বাস আসার পর নিজের সিটে গিয়ে বসে জানালা দিয়ে বাবা কে বিদায় দিয়ে কান ইয়ারফোন টি গুজে বসে পড়লো। জানালার পাশের সিটে বসে জানালা বেয়ে চুইয়ে পড়া বৃষ্টির পানি দেখছিলো।
বাস চলছে। হঠাৎ চোখ আটকে গেলো একটা দৃশ্যে। ৩ টা মেয়ে, লাল রঙের কলেজের ড্রেস পরে, ২ টা ছাতার মধ্যে করে রাস্তা পার হচ্ছে। রাফি নড়েচড়ে বসলো। সেই দুটো চোখ। রাফি খুব করে চেষ্টা করলো মুখটা দেখার। কিন্তু বৃষ্টির পানিতে জানালার কাচ ঘোলাটে হয়ে গেছে। ওই ঘোলাটে কাচের মধ্যে দিয়ে মুখটা বোঝা যায় না। বাস এগিয়ে চলে গেলো। এবারো যেন কৌতুহলের শেষ হলো না...
চলবে...