গরীব কে ?। ধনী কে ?

in #story7 years ago

গরীব কে ?

একজন সম্ভ্রান্ত অর্থ সম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, ভাই, আমাকে কিছু "সস্তা দামের শাড়ি" দেখাও । আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে ।

কিছুক্ষণ পর, বাড়ির কাজের মহিলাটি শাড়ির দোকানে এল এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই, কিছু "দামি শাড়ি" দেখাও, আমি আমার মনিবের ছেলের বিয়েতে উপহার দিতে চাই ।

দারিদ্রতা আসলে মানিব্যাগে থাকে না থাকে মনের মধ্যে । মনটাকে দারিদ্রমুক্ত করুন ।

ধনী কে ?

একদা, একটি গৃহকর্মী তার মালিকের পরিবারের সাথে বিশেষ প্রয়োজনে একটি তিন তারা হোটেলে গিয়েছিলেন । মহিলাটির সাথে তার ছয় মাসের একটি শিশু ছিল । শিশুটি ক্ষুধার্থ ছিল । মহিলাটি তিনতারা হোটেলের ম্যনেজারকে জিজ্ঞাসা করল, আমি কী "এক কাপ দুধ" পেতে পারি ? ম্যানেজার বলল, হ্যাঁ পার কিন্তু এর জন্য তোমাকে দাম দিতে হবে ।
মহিলাটি বলল, ঠিক আছে । যখন তারা গাড়ি করে হোটেল থেকে ফিরছিলো, মহিলার শিশুটির পুনরায় ক্ষিদে পেল । সে রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে গাড়িটা দাঁড় করাল এবং চা বিক্রেতার কাছে দুধ নিল । কত দাম দেব ?মহিলাটি চা বিক্রেতাকে জিজ্ঞাসা করল । তখন চা বিক্রেতা বললো ,মা, আমরা বাচ্চার জন্য দুধের দাম নিই না ।
বৃদ্ধ চা বিক্রেতা মৃদু হেসে বলল, রাস্তায় যদি প্রয়োজন হয় আরো এক কাপ দুধ রেখে দিন । মহিলা আরো এক কাপ দুধ নিয়ে চলে গেলেন । সে অবাক হয়ে ভাবল,কে বেশী ধনী ?

হোটেল ম্যানেজার না বৃদ্ধ চা বিক্রেতা ?

মাঝে - মাঝে অর্থ রোজগারের ইঁদুর দৌড়ে আমরা ভুলে যাই যে আমরা মানুষ ।

অন্যের প্রয়োজনে হাত বাড়িয়ে দেবার বা অন্যের জন্য কিছু করার ভিতর যে শান্তি অনেক অর্থ অনেক সময় সে সন্তোষ দিতে পারে না ।

দুধ ও চিনির সাথে পরিচয় না হলে কফি জানতেই পারত না তার স্বাদ এত সুন্দর ও সুস্বাদু হতে পারে ।

আমরা ব্যক্তি হিসাবে নিঃসন্দেহে ভাল কিন্তুু আরো ভাল হতে পারি, যদি আমরা উপযুক্ত লোকের সংস্পর্শে আসতে পারি এবং এমন লোকের সাথে মিলেমিশে কাজ করতে পারি । সর্বদা সঠিক লোকের সংস্পর্শে থাকুন ।

পৃথিবী সুন্দর মানুষে পরিপূর, তাদের খোঁজ করুন যদি এমন মানুষের খোঁজ না পান নিজে এমন মানুষ হবার চেষ্টা করুন ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103278.83
ETH 3265.94
SBD 5.82