true love never die

in #story7 years ago (edited)

একদিন এক প্রেমিক তার প্রেমিকাকে চ্যালেন্জ করে বসলো।
খুব সহজ একটা চ্যালেন্জ, "তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার সাথে একটা সম্পূর্ণ দিন কোনরকম যোগাযোগ করবে না।
যদি তুমি টানা ২৪ ঘন্টা যোগাযোগ না করে থাকতে পারো তাহলেই বুঝব তুমি আমাকে সত্যিকারের ভালবাসো এবং আমি তোমাকে আজীবন ভালোবাসবো।"
মেয়েটা রাজি হলো। সে সারা দিন একবারও যোগাযোগ করলো না ছেলেটার সাথে। কোন ফোন-কল বা কোন এস.এম.এস. - কিছুই করলো না।
পরদিন মেয়েটা দৌড়ে গেল ছেলেটার বাসায়। মেয়েটা জানতো না যে ছেলেটার ক্যান্সার ছিলো আর তার আয়ু ছিলো মাত্র ২৪ ঘন্টা।
মেয়েটার চোখ দিয়ে অঝোর-ধারায় পানি পড়লো যখন সে দেখতে পেলো, ছেলেটা কফিনের শুয়ে আছে আর তার পাশে একটা চিঠি।
সেখানে লেখা আছে, " তুমি একদিন আমাকে ছাড়া থাকতে পেরেছো।
প্রতিদিন থাকতে পারবে না?

image

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83278.04
ETH 2055.98
USDT 1.00
SBD 0.63