রাজা ও বানর
এক রাজার কাছে ছিল এক বানর। সে বানর প্রতিদিন রাজাকে একটি করে সোনারমহর এনে দিত। রাজা সে মহর নিয়ে বানরকে জোড়ে করে লাঠি দিয়ে মারত। বানর মার খেয়ে এক কোনাই বসে থাকত চুপ করে। একদিন রাজা ঠিক সেই কাজটি করা দেখে ফেলল রাজার এক অথিতি। সে দেখে রাজাকে বলল, আপনি তো খুব খারাপ। বানরটি আপনাকে মহর এনে দিল আপনি তাকে মারলেন।
রাজা বলল আমি কি করতে মারলাম তা কাল থেকে দেখবেন।কাল বানরটি একটি মহর এনে দিল কিন্তু রাজা তাকে মারলনা। তা দেখে বানরটি এক লাফ মেরে রাজার কোলে উঠে বসল। তার পরের দিন আবার একটি মহর এনে দিল রাজা তাকে মারল না। সে কোল থেকে লাফ মেরে কাধে উঠে বসল। তাতে রাজার অথিতী কিছু মনে করল না। তার পরের দিন বানরটি একটি মহর এনে দিয়েই লাফ মেরে উঠল রাজার মাথায়। উঠে সে কান টানা শুরু করে দিল। তা দেখে রাজা অথিতী নিজেই বানর কে মারতে গেল। এই হল বানরদের স্বভাব যা আজকাল কার ছেলে পেলে ছাড়া পেয়ে করে থাকে।
This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @ohimahathir.
This post has received a 12.72% upvote from thanks to: @aminishe.
For more information, click here!!!!
Send minimum 0.010 SBD|STEEM to bid for votes.
Do you know, you can also earn daily passive income simply by delegating your Steem Power to @minnowhelper by clicking following links: 10SP, 100SP, 500SP, 1000SP or Another amount
Hello, as a member of @steemdunk you have received a free courtesy boost! Steemdunk is an automated curation platform that is easy to use and built for the community. Join us at https://steemdunk.xyz
Upvote this comment to support the bot and increase your future rewards!