ভালোবাসা থাকলে সব কাজেই সফলতা আসে || জেনারেল রাইটিং

in #story4 months ago

people-2597454_1280.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা যখন কোন ব্যক্তির প্রেমে পড়ি তখন সে ধনী গরিব কিনা শিক্ষিত কিনা অনেক ব্যাপারে উদাসীন হয়।তখন সেই ব্যক্তিটা আমাদের কাছে প্রধান এবং একমাত্র কারণ হয়। ভালোবাসার মানুষকে পাশে পেলে কিংবা পাশে থাকলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায় এবং হাজার কষ্টের মাঝেও টিকে থাকা যায়। হ্যাঁ তবে অভাব যদি সেই সংসারে বাসা বাঁধে তাহলে সেই সংসারটা অল্প হলেও ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে। আবার সেই অভাব কাটিয়ে তোলারও অনেক ইচ্ছাশক্তি থাকলে যেকোনো কাজে ভালোভাবে সফল হওয়া যায়। আশা করছি আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।

আঁখি এবং অন্তর পাশাপাশি গ্রামের। তারা একই কলেজে পড়াশোনা করে। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তবে আঁখির বড়লোক বাবার মেয়ে।তাই অন্তর সবসময় আঁখিকে বলতো তুমি একদিন আমাকে ঠিকই ছেড়ে যাবে কারণ আমার কাছে তোমাকে ধরে রাখার মত তেমন কিছু নেই। আঁখি তখন কথাগুলো হেসে উড়িয়ে দিত। যেহেতু ও সে বাবার একমাত্র মেয়ে তাই আঁখির বাবা আঁখিকে অনেক ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে চায়।এদিকে সে তো অন্তরকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না।

অন্তর তখন আঁখিকে অনেক বোঝায় যে তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার কাছে কখনো সুখী হতে পারবে না।হয়তো আবেগের বসে আমার কাছে আসতে চাইছো কিন্তু অভাবের কাছে তোমার ভালোবাসা হয়তো কমে যাবে।আর আমার প্রতি তোমার ভালোবাসা কমতে দেখে সহ্য করতে পারবো না।তখন আঁখি বলে কি হবে দেখা যাবে। পাশাপাশি থেকে সব কিছু দুজনে সামলে নেবো।

এরপর তারা দুজন পরিবারের অমতে বিয়ে করে।যদিও অন্তরের পরিবার রাজি ছিলো।যাইহোক সংসারে খানিকটা অভাব থাকা সত্ত্বেও তারা সুখি। এরমধ্যে দুজনের পড়াশোনা শেষ হয়।আঁখির বাবা প্রথমে রাগ করলেও পরে মেয়ের মুখের দিকে চেয়ে মেনে নিয়েছিলো।আর্থিক ভাবে সাহায্য করার চেষ্টা করেছিলেন বহুবার কিন্তু অন্তর কখনোই সেটা নেয়নি।যাইহোক অনেক চেষ্টা করার পর অন্তর একটা প্রাইভেট কোম্পানি তে ভালো পোস্টে চাকরি পায়। এরপর থেকে তাদের সংসারে আর কোনো অভাব নেই।এখন তারা খুব সুখে শান্তিতে সংসার করছে।

আসলেই একে অন্যের প্রতি ভালোবাসা থাকলে যে কোনো কাজে সফলতা আসে।যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ** ধন্যবাদ সবাইকে।**

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100104.47
ETH 3619.58
USDT 1.00
SBD 3.10