আমরা অনেক সময় মানুষের ক্ষতি করতে গিয়ে প্রকৃতির ক্ষতি করি

in #story5 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। অন্যায় করে কখনো ছাড় পাওয়া যায় না। সেটা মানুষের সাথে অন্যায় করা হোক কিংবা প্রকৃতির সাথে। আজ একটি উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রকৃতির গাছপাড়া থেকে অক্সিজেন গ্রহণ করি। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন দেয়।এছাড়া কাঠ ফল ইত্যাদি পাই।সেই আমরাই যখন প্রকৃতির ওপরে রাগ দেখায় কিংবা ব্যক্তি বর্গের উপর রেগে গিয়ে প্রকৃতির ক্ষতি করি তাহলে তো প্রকৃতি অবশ্যই প্রতিশোধ নেবে।

20240725_114510.jpg

20240725_114505.jpg

রহিম এবং জালাল পাশাপাশি গ্রামে বসবাস করে।তাদের দুজনার আর্থিক অবস্থাই বেশ সচ্ছল। রহিম খুব শান্ত প্রকৃতির লোক। কিন্তু জালাল হিংসা টাইপের এবং বদমাইশ লোক। রহিম চাষাবাদ করতে খুবই ভালোবাসে। একদিন এক গরিব লোকের কাছে রহিম একটি জমি কেনে। একই জমি কেনার জন্য জালাল বারবার সেই লোকটির কাছে অনেক টাকার লোভ দেখায়। শেষমেষ সেই জমিটি রহিম কেনে। এরপর থেকে শুরু হয়ে যায় রহিম এবং জালালের শএুতা।একদিন বাজারে কথা কাটাকাটি হয়ে দুজনের মধ্যে অল্প একটু হাতাহাতি হয়।

যাইহোক এর বেশ কয়েক মাস পর বর্ষাকালে রহিম সেই জমিতে ফল এবং কাঠ জাতীয় ও গাছ লাগায়।এবং জমির একপাশে ছোট্ট একটি পুকুর করে মাছ চাষ করার জন্য। বছর খানিক পর বাগানের কাজগুলো অনেক সুন্দর ভাবে বেড়ে ওঠে ফল দেওয়া শুরু করেছে এবং পুকুরেও অনেক বড় বড় মাছ হয়েছে। রহিম খুবই খুশি এবং আশাবাদী তার বাগানে এবং পুকুর নিয়ে।

কিন্তু কথায় আছে একজনের সুখ অন্য জন সহ্য করতে পারে না। একদিন সকালে রহিম বাগানে গিয়ে দেখে তার পুরো বাগান তছনছ হয়ে আছে এবং পুকুরে অনেক বড় বড় মাছ মরে ভেসে আছে। এটা দেখার পর সে তো প্রায় পাগল হয়ে যায়। কারণ এখানে তার অনেক স্বপ্ন এবং অনেক ইনভেস্ট আছে। যাইহোক এরপর নিজেকে সামলে নিয়ে সে খোঁজ করে দেখে এসবের পিছনে জালালের হাত আছে। এরপর সে আইনি ব্যবস্থা নেয় এবং জালালের শাস্তি হয়।

আমার মনে হয় শুধু জালাল এবং রহিমের মধ্যেই না এমন ঘটনাগুলো আমাদের আশেপাশের প্রতিনিয়ত হয়ে চলেছে। এসব কাজ করে কখনোই আমরা মনুষত্বের পরিচয় দেই না।একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে তার নিজের রাগ মেটাতে গিয়ে প্রকৃতির ক্ষতি করে ফেলে। অথচ যখন খরা হয় বা অতিবৃষ্টি হয় ঝড় তুফান হয় বন্যা হয় তখন আমরা প্রকৃতিকেই দোষ দেই। আমরা মানুষরা কত অদ্ভুত তাই না।আমরা শুধু নামমাত্র মানুষ হয়েছি মনুষত্বটা এখনো অনেকটাই নিচু রয়ে গেছে।

যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। থাকবেন ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.24
JST 0.040
BTC 102874.64
ETH 3294.40
SBD 6.38