your windows

in #story7 years ago

তোমার জানালার পাশে তার বিদায়ের পথ শেষ হবে না।
হাত নেড়ে বিদায় জানাতে হবে না।
লুকোচুরি খেলা থেমে যাবে।
আয়নায় নিজেকে দেখতে দ্বিধা হবে না আর।
রাত্রির আধাঘুম কেড়ে নেবে না সে
সকালের সেল্ফিতে নিজকে মেলতে হবে না তার সামনে।
তোমার চলার আপন ছন্দে আর ব্যাঘাত ঘটবে না।
কৈফিয়ৎ চাইবে না তুমি পছন্দ কর না বলে।
বেঁন্ধে তো রাখবেই না তোমায়।
বদ্ধ জীবনে তুমি হাঁপিয়ে ওঠ সে জানে।
তোমার কাজের অজুহাতে তার আপন স্বপ্নের
অসংখ রক্তজালিকা হৃদয়ের বাইরের শরীর ভিজতে দেয়নি রক্তে।
সমস্ত বাঁধন আলগা করে কবেই সে তোমায় মুক্তির স্বাদ দিয়েছে।
দেখ এখোনো লেগে আছে তোমার চোখেমুখে।
শুধু তোমার যে বাঁধনে তুমি তাকেবেঁধেছিলে
সে বাঁধন বুকে নিয়ে সে চলে যাবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 95504.42
ETH 2611.85
USDT 1.00
SBD 2.56