এক দুপুরের ভয়ংকর সেই ঘটনা

in #story6 years ago

এক দুপুরের ভয়ংকর সেই ঘটনা 

আমাদের এলাকার কিছু সমবয়সের কিছু পোলাপান প্রত্যেকদিন দুপুরে বাঁশঝাড়ের নিচে খেলতে যাই । এবং ওদের খেলার জাইগা এই বাঁশঝাড়ের নিছেই । ওরা বেশি ভাগ ক্রিকেট খেলে সবাই মিলে । সারাদিন যেখানেই থাকুক না কেন  সবাই খেলার জন্য একসাথে হয় । কিন্তু দুপুর বেলা বাঁশঝাড়ের নিচে খেলা করা ছিল একটু বিপদ জনক । গ্রামের গুনি জনেরা বলেন ,এই সময় ভূতের আড্ডা থাকে । আর ওরা এই সময় অনেক কিছু ঘটাতে পারে । যা আপনি কল্পনাই করতে পারবেন না । কিন্তু অনেকে জানত বাঁশঝাড়ের নিচে অনেক কিছু আছে । মাঝে মাঝেই গ্রামের মুরব্বিরা এই ভূতের সম্মুখীন হত হটাত করেই । গ্রামের অনেকেই এই ছোট বাচ্চাদের সতর্ক করেছেন ,কিন্তু ওরা এইগুলো মেনেচলে না । প্রত্যেকদিনের মত ঐখানে খেলা শুরু করেছিল কিন্তু যা ঘটলো , এক দিকে বাঁশ এর মাথা হটাত মাটিতে নেমে গেল আর প্রচণ্ড শব্দ হল । মনে হল বাঁশ কেউ ভাংতেছে । হটাত ছেলে মেয়ে গুলো খেলা বন্ধ করে কি হচ্ছে ওইটা দেখার চেষ্টা করল । ছোট ছেলে হলে কি হবে ওদের অনেক সাহস ছিল । ওরা কোন কিছুতেই ভয় পাই নাই । 

কিন্তু এইটাই শেষ নই । যখনি এইটা দেখার চেষ্টা করতে গেল তখনি অন্ন দিকে আবার একই রকম শব্দ হতে শুরু করল । এই শব্দ গুলো এতই বেশি হচ্ছিল ,অনেক দূর থেকে শোনা যাচ্ছিল । তার পর প্রচণ্ড বাতাস হচ্ছিল , মনে হচ্ছে ঝড় হচ্ছে কিন্তু ঝড় হচ্ছিল শুধু এই বাঁশঝাড়ের নিচেই । অন্ন দিকে কোন বাতাস হচ্ছিল না। তখন বাড়ির ভিতর থেকে এক চাচা আসলো বাচ্চাদের চেঁচামেচির কারনে , কি হচ্ছে হটাত করে । ঐ চাচা এই সম্পর্কে আগেই জানত কারন ঐ চাচা যখন খেলত ছোটবেলাই তখন এই ঘটনা দেখেছিল । আবার রাতে যারা মাছ ধরতে যাই নদীতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারন এই ভুত জিন গুলো মানুষের ভয়  দেখাতেই অনেক মজা পাই । 

image source

কিন্তু যাই হোক না কেন এদের কাজ দেখে ভয় পাওয়া যাবে না , ভয় পেলে অনেক সমস্যা আর যদি এদের সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন তাহলে কোন বেপার না , আর যদি না জানেন তাহলে ভয়ে আপনাকে মেরে ফেলতে পারে । আপনার জিবনের হুমকি হতে পারে। কারন এমন ঘটনা অনেক ঘটেছে  আজ পজন্ত । যারা ভয় পাই তাদেরকে আরও বেশি ভয় দেখাই । কিন্তু এই জাইগাতে এদের অবস্থান অনেক পুরাতন হইয়া গেছিল এরা এইখান থেকে যেতে চাই না । আর অনেক কবিরাজ এদের এইখান থেকে সরাতে পারেনি । সুতরাং এদের থেকে এইখানে সাবধান থাকা উচিদ । সবাইকে অনেক ধন্যবাদ । 

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29