আমার কাছের মানুষ - গল্প - পর্ব : ১

in #story26 days ago

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আসেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই বলবেন। ধন্যবাদ।

শুরু: --->

সময় দুপুর ১ টা। বাস থেকে নেমে হাঁটতে লাগলো রাসেল। কলেজ থেকে পরিক্ষা দিয়ে বাসায় যাচ্ছে সে। পরিক্ষা বললে ভুল হবে কারণ, সে সব সময় জালনা দিয়ে বাইরের দিকে তাকিয়েই পার করে দিয়ে এসেছে। পাশ নাম্বার উঠে কিনা তা নিয়ে ছেলের কোন চিন্তা নেই, কারণ এটা ক্লাস পরিক্ষা, কাজেই সমস্যা হবেনা। এতো ভালো পরিক্ষা দিয়ে বাসে করে বাসায় আসতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে রাসেল।

Polish_20250124_122714650.jpg
[Image_Edited_By_Me]

আর দশ মিনিট হেঁটে গেলেই তার বাসা। সে মনে মনে ভাবছে, বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দিবে। রাসেলের বাড়ি যাওয়ার পথে একটি বাগান আছে যেখানে অনেকে খেলাধুলা করতে আসে। রাসেল সেদিক দিয়ে বাসায় যাচ্ছে।

অন্যদিকে, বাগানে সেই সময় আখি তার দুইজন বান্ধবিদের সাথে রেকেট খেলছিল। সময়টা শীতকাল। তারা খেলা শেষ করে বাসার দিকে আসছিল তিনজন।

আখি রাস্তার ডানদিক দিয়ে হাঁটছিল, আর তার সামনে দিয়ে আসছিল রাসেল। যেহেতু রাসেল একটু লাজুক, আর নামাজ পরে সেহেতু সে মেয়েদের দিকে তেমন একটা তাকাই না এবং রাস্তায় চলার সময় মাথা নিচের দিকে দিয়ে চলে।আবার আখিও নামাজ পড়ে, হিজাব, হাত-মোজা পড়ে, কাজেই সেও মাথা নিচের দিকে দিয়ে চলছিল। চলতে চলতে তারা দুজনেই কাছাকাছি আসতে থাকে।

**[ তাদের মধ্যে কি কিছু হবে নাকি? যে যার যার রাস্তায় চলে যাবে, যানবেন পরের পর্বে. ]

@Abir.Bro <---

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 96296.42
ETH 2809.07
SBD 0.68