গভীর রাতের ছায়া ২য় অংশ
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশাকরি ভালোই আছেন
রনিরা মোট ৭ জন। ৪ জন ছেলে ৩ জন মেয়ে। তারা সবাই সকালের দিকে রওনা দেওয়ায় আসতে আসতে বিকাল হয়ে যায়
তাদের আলকানগরে। প্রথমে তাদের একটি জঙ্গলের মধ্যে দিয়ে ৩ ঘন্টা চলতে হয় পূব দিকে। তারপর গ্রামের লোকেদের কথা মতো তারা একটা রাস্তা দেখতে পাই যা পাহাড়ের মধ্যে চলে গিয়েছে।
তারা সবাই পাহাড়ের মধ্যে চলে যায়। সেখানি গিয়ে তারা অবাক হয়ে যায়, বাহিরে কালো অন্ধকার আর ভেতরে আলো জলজল করছে। পাহাড়ের মাঝে একটা ছোট নদী। এবং সবাই দেখে নদীর মধ্যে একটি গর্ত যেখান থেকে প্রচুর নীল আলো দেখা যাচ্ছে যা সবার চোখে এসে লাগছে
তারা সবাই ক্লান্ত থাকার জন্য তারা সিদ্ধান্ত নেই নদীর পানিতে হাত মুখ ধুবে। কিন্তু তারা যখনি নদীতার কাছে যায় তখনি নদীর সব পানি বরফে পরিনত হয় এবং সেই বরফ থেকে একটি ভাল্লুক বেরিয়ে আসে।কিন্তু ভাল্লুকটি মোতেও সাধারণ ছিল না, তার শরীর পুরো নীল বরফের দ্বারা তৈরি। হাতে তার একটি কুড়াল যা ছিল আগুনের মতো লাল টকটকে। ভাল্লুকটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে
পরের অংশ খুব তারাতারি আসবে