গভীর রাতের ছায়া ৩য় পাঠ

in #story4 months ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো আসেন।
গল্প শুরু করা যাক:

Polish_20240726_122427247.jpg

ভাল্লুক টির শরীর আকারে অনেক বড় ছিলো একটা সাধারণ মানুষের চেয়ে এবং তার চোখগুলো ছিলো আগুনের গোলার মতো। কিন্তু তার ছিলো বরফের তৈরি শরীর যা গলে যাচ্ছিলো এবং আবার আগের মতো হয়ে যাচ্ছিলো বারবার।

রনিরা সবাই তাকে দেখে একটু ভয় পায় কিন্তু তারা আগে থেকেই জানতো যেখানে তারা যাচ্ছে তা কোন সাধারণ জায়গা নয়। তারা এটাও জানে এই ভাল্লুক শুধু জায়গাটার রক্ষা করে। সে তাদের কোন ক্ষতি করতে পারবে না।

ভাল্লুকটি তাদের সামনে এসে দারায় এবং তার হাতে একটি কাঁচের বোতল নিয়ে আসে জাদু এর মাধ্যমে। ভাল্লুক সবাইকে বলে তাদের সবাইকে একটি পরিক্ষা দিয়ে তার কাছ থেকে বোতল নিয়ে সেই বোতলের পানি পান করতে হবে তাহলেই তারা আগে যেতে পারবে।

তাদের সবাইকে একটি করে তরোয়াল দেওয়া হয় এবং ১ থেকে ৭ পর্যন্ত ৭ টি খোপ তৈরি হয় আপনা আপনি। সবাইকে একটি করে খোপ এ গিয়ে দারাতে বলা হয়।রনি সবাই আগেই তারাতারি করে ৭ নাম্বার খোপে গিয়ে দারায়। সবাই যার যার খোপ এ গিয়ে দারায়।

এখন সবাইকে সবার তরোয়াল সামনের দিকে তুলে ধরতে বলা হয়। সবাই যখনই তা করে একমাত্র রনির তরোয়াল লাল হতে শুরু করে এবং আগুনের মতো দেখতে হয়ে যায়। কাজেই রনির তরোয়াল বাদে বাকি সবার তরোয়াল গায়েব হয়ে যায়।

এখন প্রশ্নে হলো কেন শুধু রনির তরোয়াল লাল হলো। এর পেছনের কারণ কি? তা পরের পাঠ এ জানতে পারবেন 😶
.
.
.
সবাই ভালো থাকবেন। পরের পাঠ তারাতারি আসবে🟦

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97939.48
ETH 3363.31
USDT 1.00
SBD 3.31