জঘন্য ইতিহাস
কি চেয়েছিলো কোমলমতি শিক্ষার্থীরা?
তারা তো সরকারের পদত্যাগ চাই নি,
তারা তো খালেদার মুক্তির দাবি করেনি,
তারা তো সাঈদীর মুক্তির দাবি করেনি,
তারা তো যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করেনি, তারা তো কোটি কোটি টাকা উধাও হয়ে যাওয়ার তার কোন হিসাব চায়নি,
তারা তো নিরাপদ সড়ক চাই ছাড়া আর কিছু চায়নি!
কিন্তু কেন এই হামলা??কি উদ্দেশ্যে এর পেছনে??কি চায় সন্ত্রাসী আওয়ামী লীগ??কোমলমতি শিক্ষার্থীরা তো চেয়েছিলো নিরাপদ সড়ক । যেটা হলে কিনা সকলেরই ভালো হতো। সকলেই শান্তিতে চলতে পারতো। সকলেই সহজে অফিস-আদালতে যেতে পারতো। থাকত না আর বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট এর ভয়। এটাই তো তারা চেয়েছিল?
তারা যেটুকু বাড়াবাড়ি করেছে সেটা বাড়াবাড়ি হিসেবে ধরলে হবে না। কারণ পুলিশ প্রশাসন যেটা করতে পারেনি তারা সেটাই করে দেখিয়েছে। পুলিশ প্রশাসন টাকার জন্য হা করে তাকিয়ে থাকে। অবৈধ কোন গাড়ি যেমনঃ গাড়ির লাইসেন্স নাই। ড্রাইভারের লাইসেন্স নাই।এই ধরনের গাড়ির অপেক্ষায় পুলিশ প্রশাসন থাকে ।যদি এই ধরনের কিছু গাড়ি পেয়ে যায় তাহলে তাদের পকেট কিছুটা ভারী হবে। কিন্তু সেটার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই কোমলমতি শিক্ষার্থীরা। তারা হয়তো গাড়ির লাইসেন্স চেক করেছে এটাই তো! এটাতো পুলিশের কাজ।কিন্তু পুলিশ আছে তাদের ধান্দায়। তাইতো ওদের এই বাড়াবাড়ি।কিন্তু কেন তাদের উপরে হামলা ??আমার বুঝে আসে না।
এ হামলার একটাই কারণ হতে পারে। "বাংলাদেশ সরকারের অনেক দিনের ইচ্ছা যে উন্নয়নের জোয়ারে দেশটাকে ভাসিয়ে বঙ্গোপসাগরে নিয়ে ফেলবে। রাস্তা দিয়ে চলবে নৌকা, আর খাদে চলবে বাস/ প্রাইভেট কার ইত্যাদি।"
তাইতো সেটা বাস্তবায়ন করার জন্য তার পোষা কিছু সোনার ছেলে যারা অস্ত্র ছাড়া কিছু বোঝে না সে ধরনের কিছু সোনার ছেলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের উপর হামলা করে তাদেরকে জখমের পর জখম করছে।
নির্বোধ মন্ত্রী
একদিকে বাস-ট্রাক মানুষের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে আর অপরদিকে নির্লজ্জ মন্ত্রী টকশোতে এসে হাসছে। আসলে বাংলাদেশের মন্ত্রিসভা হয়ে গেছে পাগলের আড্ডাখানা। মন্ত্রিসভার সকল মন্ত্রীদের উচিত পাবনা এগিয়ে গিয়ে কিছুদিন চিকিৎসা নেওয়া। একটা বাগান নষ্ট করার জন্য একটা ভুতুমই যথেষ্ট। কিন্তু বাগানের প্রত্যেকটা গাছের ডালে ডালে যদি ভূতুমের আগমন ঘটে তাহলে সেই বাগানটা অবস্থা কি হয়ে দাঁড়ায় সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি।
ঠিক একই রকমভাবে একজন পাগলা মন্ত্রী হলেও চলত কিন্তু যেখানে প্রতিটা মন্ত্রী পাগলা হয়ে গেছে সেই দেশ কতটা উন্নয়নের জোয়ারে ভাসবে তা আমাদের বোঝা হয়ে গেছে। আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে দেখা যাচ্ছে এখন রাস্তায় চলছে নৌকা ও স্পিডবোট আর বাস চলছে খাদে।
Source
কবে হবে এই সমস্যার সমাধান? কবে পাব আমরা একটা সোনার টুকরো দেশ, যেখানে থাকবে না কোন হানাহানি যেখানে থাকবে না কোন মারামারি। যেখানে নিরাপদ সড়কের দাবিতে/কারো মুক্তির দাবিতে হবে না কোনো মিছিল যেখানে হবে না কোন হামলা-মামলা, যেটা হবে একটা সোনার দেশ??
সোনার বাংলাদেশ পাওয়ার অপেক্ষায় রইলাম........
যারা আমার মত steemit এর নতুন তারা যে কোন সমস্যার জন্য সাহায্য পেতে আমার দেওয়া এই লিংকে ক্লিক করে discord সার্ভারে join হতে পারেন। যদি আপনি না বুঝেন তাহলে এখানে দেখুন
steemtuner
Steemitbd
এখানে আপনি সপ্তাহে সাত দিন দিনের 24 ঘন্টা যে কোন সময় আপনি এখান থেকে যে কোন ধরনের সাহায্য পেতে পারেন। ধন্যবাদ