The Qur'an in Fayyalay
হযরত আয়েশা (রাঃ) হইতে হুযুর (সাঃ) এরশাদ বর্ণিত আছে যে,নামাযের ভিতর কুরআন তেলাওয়াত করা নামাযের বাহিরে তেলাওয়াত করা হইতে উত্তম।আর নামাযের বাহিরে তেলাওয়াত করা তসবিহ এবং তকবীর হইতে উত্তম।আর তসবীহ পড়া ছদকা হইতে উত্তম।আর ছদকা রোযা হইতে উত্তম।আর রোযা দোযখ হইতে বাঁচিবার জন্য ঢালস্বরুপ।
(বায়হাকীঃশুয়াব)