যে ৭ ধরনের পানিতে পবিত্রতা রক্ষা করা যায়
খালেস পানি। (সুরা : আনফাল, আয়াত : ১১, বুখারি, হাদিস : ১৪৬)
খালেস পানি বলা হয় ওই পানিকে, যাতে মৌলিক গুণাবলি (রং, স্বাদ, ঘ্রাণ) বহাল থাকে, কোনো নাপাকির সংমিশ্রণ না হয় এবং অন্য কোনো বস্তু তার ওপর প্রাধান্য বিস্তার না করে। (ইবনে মাজাহ, হাদিস : ৫১৪।
খালেস পানি বলতে নিম্নের পানিগুলোকে বোঝানো হয়—
১। আসমান থেকে বর্ষিত পানি
২। কূপের পানি
৩। ঝরনার পানি
৪। নদীর পানি
৫। সাগরের পানি
৬। বরফ গলা পানি
৭। কুয়াশার পানি।
(আল ফিকহুল হানাফি আল মুইয়াসসার : ১/৩৩)
Posted from my blog with SteemPress : https://astharbangladesh.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/