আজ গ্রামের কিছু মানুষের কথা বলব, যারা বড়শি দিয়ে মাছ শিকার করত।

in #steemitbd6 years ago

একটি দেশের মুল শিকর হল গ্রাম। আর এই গ্রামের মানুষগুলো প্রকৃতির সাথে মিলে কাজ করে। প্রকৃতির সাথে যেন তারা ওতপ্রোত ভাবে জড়িত। যে বিষয়টা আজ আপনাদের কাছে তুলে ধরব,হয়ত বা সে বিষয়ে জানেন। বিষয়টা হল বড়শি দিয়ে মাছ শিকার করা।images.jpeg

source

গ্রাম্য অঞ্চলের মানুষের একটি চিএ হল বড়শি দিয়ে মাছ শিকার। আমাদের গ্রামের বেশির ভাগ লোক বড়শি দিয়ে মাছ শিকার করে। গ্রাম্য অঞ্চলের জীবনযাত্রার মধ্যে এটি বেশ লক্ষণীয়।নির্দষ্ট সময়ে বড়শি হাতে নিয়ে বিভিন্ন জমিতে,পুকুরে মাছ শিকার করতে গ্রামের ছেলেদের দেখতে পাই।বিশেষ করে বর্ষার সময়, যখন বৃষ্টির পানিতে পুকুর,জমি গুলো ভরে যায়, তখন সেখানে প্রচুর মাছ দেখা যায়। আর এই সময় বড়শি দিয়ে মাছ ধরতে বের হয় গ্রামের ছেলেরা।সবাই প্রতিদিন অনেক মাছ পায়। আর আমাদের দেশে আমিষের চাহিদা অনেক। ছেলেদের পাশাপাশি অনেক বয়সের মানুষও বড়শি দিয়ে মাছ শিকার করে। তারা এই মাছ নিজের ভরণপোষনের পর বাজারে বিক্রি করে। আর অনেক অর্থ পায়। গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কে দেখা যায় মাছ শিকার করতে।আর তাড়া মাছ রাখার জন্য অনেক কিছু নিয়ে যায়। তবে খালই সব চেয়ে বেশি দেখা যায়। খালই এর পাশাপাশি হাইলচা ও ব্যবহার করে। রাত থেকে সকাল হলেই মাছ ধরার ধুম পড়ে যায়। তাদের এই দৃশ্য দেখলে মনে তৃপ্তি জাগে। আর নিজেকে নিয়ে গর্ব হয় আমি এই দেশে জন্ম নিয়েছি বলে, আমি গ্রামে বাস করি বলে।
images (11).jpeg
source

মাছ ধরার উপকরণঃ মাছ শিকার করতে হলে কিছু উপকরণ দরকার। সেগুলো হলঃ বড়শি, সুতা,সিপ,ইত্যাদি। এই তিনটি উপকরন বাজারে কিনতে পাওয়া যায়। তবে গ্রামের ছেলেরা বাজারে বড়শি আর সুতা কেনে। আর তারা নিজেরা সিপ তৈরি করে। আর এভাবে বড়শি তৈরি করে মাছ শিকার করে।

তবে বর্তমানে দেখা যায়, গ্রামের এই দৃশ্যটি শহরের মধ্যেও প্রচলিত হয়েছে। শহরের মানুষ পুকুরে মাছ শিকার করে। তবে তাদের মাছ শিকার করা আর গ্রামের মানুষদের মাছ শিকার করার মধ্যে পার্থক্য রয়েছে। শহরের মানুষ মাছ শিকার করে শখ হিসাবে। আর গ্রামের মানুষ মাছ শিকার করে নিজের পরিবারের জন্যে,অর্থের জন্য। কিন্তু গ্রামের মানুষগুলো রোদ বৃষ্টির মাঝেও মাছ শিকার করেন। কেননা তাদের অর্থের প্রয়োজন। আর শহরের মানুষের মধ্যে মাছ ধরার নেশা দেখা যায়। তাই তারা টাকা দিয়ে মাছ শিকার করে।

কিন্তু মাছ শিকার শহরের মানুষদের আর গ্রামের মানুষদের ভিন্ন। কেউ শখ হিসাবে শিকার করে আর কেউ পেশার টানে। তবে মাছ শিকার করতে অনেক আনন্দ পাওয়া যায়।unnamed (1).jpg
source

তারা বিভিন্ন রকমের মাছ শিকার করে। যেমনঃ টাকি,বালিয়ে,মাগুর,কৈ,ইত্যাদি এ সকল মাছ জমিতে শিকার করে। আর যারা পুকুরে শিকার করে তারা রুই,কাতলা,মৃগেল, মাগুর,সিলভার, পুটিতর,ইত্যাদি শিকার করে। আর এই সব মাছ পুকুরে উৎপাদন করা হয়।তাই তারা পুকুরে এই মাছ শিকার করে।images (10).jpeg
source

কিন্তু বর্তমানে এ রকম দৃশ্য আর গ্রামে দেখা যায় না। কেননা গ্রামের মানুষ এখন ব্যস্ত হয়ে পড়েছে তার কাজে। তাছাড়া অনেকে শহরে চলে যাচ্ছে উন্নত জীবনযাপনের জন্য। আর আমরা হারিয়ে ফেলতেছি সেই পুরোনো বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য। কেউ আর বড়শি দিয়ে শিকার করে না।তবে মাঝে মাঝে নদীতে দেখা যায় জেলেদের জাল দিয়ে মাছ ধরতে। হয়ত বা আমরা ভবিষ্যতেও আমরা এই দৃশ্য আর একবার ও দেখতে পাব না।

Sort:  

Congratulation
The post has been selected to be 100% upvoted and resteemed by @steemitbd curators . If you are from Bangladesh, Join the first Steemit Bangladesh Comunity on Discordapp server.
You can join our curation trail if you would like to support more Bangladeshi quality steemians.

hello @king.hawlader
tomar post ta pore valo laglo..
arokom aro post chai.!!!

tnx....age valo hoy nai.....

As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!

@resteemator is a new bot casting votes for its followers. Follow @resteemator and vote this comment to increase your chance to be voted in the future!

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.037
BTC 96006.08
ETH 3568.65
USDT 1.00
SBD 3.77