রংপুরের মানুষ কি এতটায় অসহায় যে মফিজ নামটা দ্বারা এত অপমান করে।

in #steemitbd7 years ago

হামরা সবাই স্বাধীন দেশের মানুষ। আর স্বাধীন দেশের মানচিত্রে প্রথমেই হামার রংপুর বিভাগ। অন্যান্য বিভাগের চেয়ে হামরাও মেলা কাম করি। কিন্তু এ দেশের মানুষ গুলে হামাক খালি অপমান করে। আর বলে হামরা নাকি মফিজ। হামরা কি এমন কাম করছি যে হামাক তোমরা মফিজ কইবেন। আজকে তারই জবাব দেইম।dhan.png
source

হামরা অংপুরের মানুষ কামলা হতে পারি। কিন্তু হামার মনটা খুবই ভাল। তোমার মতো হামরা মানুষ কে অপমান করি নে। হামরা কামলা, এজন্য তোমরা মফিজ কন। ও বাহে, হামরা যদি তোমার কাম করি না দেই, তাহলে এই কামগুলে তোমরা করবেন। তোমরা তো ঢাকাইয়ে,বরিশ্যাল্যে।তোমরা টাকা ওয়ালা মানুষ। তোমরা যদি কাচি নিয়ে ধান কাটতে জান, তাহলে কি তোমার মানসম্মান থাকবে। হামরা কাম করি দেই তোমার, তাই তোমরা আজকে সমাজে সাহেব। আর হামরা কামলা মানুষ। হামরা হইতে পারি মূর্খ্য, কিন্তু তোমার মতো হামরা মনুষ্যত্বহীণ নোয়াই। তোমরা কয়েক ক্লাস পড়া পড়ছেন এটা জানি কিন্তু সেই পরিমাণ তোমার জ্ঞান হইছে। তোমরা নিজের বিবেক কে প্রশ্ন করেন।unnamed (2).jpg
source

হামরা আগের মতো আর নোয়াই। এখন হামরাও পড়া পড়তে পারি। হামার বিভাগে মেলা স্কুল,কলেজ আছে। হামার বেডা বেডি গুলে কাম করার পাশাপাশি পড়াও পড়তে পারে। তোমরা একদিন লাল রৌদে গেলে ৭ দিন বিছানায় পড়ি থাকবেন। আর হামরা সবি করবের পাই। তোমার মতো হামারও পাশের হার,A+ মেলা পায়। তোমরা যেমন দেশ শাষণ করেন তেমনি হামরাও করি। তোমরা কি হামার এরশাদ চাচার নাম শুনেছেন। তিনি একজন সাবেক রাষ্ট্রপতি অাছিল। আর এরশাদ হামার গ্রামের কামলার ছাওয়া। এরশাদ প্রধানমুন্এি ও আছিল। আর যখন এরশাদ ক্ষমতায় আছিল,তখন হামার অংপুরে কলকারখানা,গ্যাস,শিল্প না দিয়ে তোমার ঐদিক দিছে। যদি এগুলে হামার এই দিক দিলে হয় তাহলে হামরাও মেলা উন্নত হলাম হয়। তোমরা হয়ত বা বেগম রোকেয়া কে সবাই চেনেন। তিনিও কিন্তু হামার চাষার সন্তান। অংপুরের মানুষের বেডি। তখন হামার দেশের চ্যাংরি গুলের কোন দাম আছিল না। এ টা তো তোমরা সবাই জানেন। বেগম রোকেয়া আজকে তোমাক নির্যাতন থেকে বাচাইচে।বেগম তো নারী জাগরনের অগ্রদূত। আর তার প্রতিদান দিচ্ছেন হামরা মফিজ। তোমরা শেখ ফজলুল কে ভালো করে চেনেন। তিনি তো সংসদের একজন সাবেক স্পিকার আছিল। তাইনো হামার অংপুরের মানুষ। আর একজন মানুষ আছিল ওয়াজেদ মিয়া। একজন পরমানুবিদ। তিনিও তো হামার রংপুরের বেডা। তাছাড়া ক্রিকেট খেলায় হামার নাসির হোসেন,নাঈম আছেন। ওমরাও তো হামার অংপুরের মানুষ। তাছাড়া এবার বিপিএলে তোমরা তো জানেন অংপুর চ্যাম্পিয়ন হইছে। হামরা কামলা হইতে পারি। কিন্তু হামরা লেখাপড়ায়,খেলাধুলায় সব গুলেতে পারি। কারণ হামরা হাতে কলমে শিখি। মোর রংপুর থেকে এত মানুষের অবদান তা তোমরা মানতে পারেন না। হামরা কামলা দিতে জানি,দেশ চালাতে জানি,খেলাধুলা করবের পাই। তোমার কোন দিক থেকে হামরা পিছিয়ে আছি। যে হামাক মফিজ কইবেন।images (12).jpeg
source

তোমরা লেখাপড়া করতে পারেন কিন্তু জ্ঞান,বুদ্ধি,বিবেক কিছুই নাই। তোমরা মনুষ্যত্ব কি বোঝেন না। তোমরা পান মানুষকে অপমান করতে।কিন্তু একজনকে অপমান করলে কত যে কষ্ট পায় তোমরা তা জানেন না।নিজের বিবেক দিয়ে একবার ভাবি দেখো।যদি বুঝতে পান মফিজ বা আর কোনো মানুষকে অপমান করবেন না।

Sort:  

ভালই লাগিল রে বাহে তোমারগুলার লেখা!
কিন্তু এ চেংড়া ছবি গুলান মিলল কেনে বা? ছবি গুলান আরো সামঞ্জস্যপূণ্য হবার লাগিল এলা!
কিন্তু বাহে ভাল লিখছেন তোমরা গুলান ^_^

Your post has been selected to be presented in "Steemit Bangladesh curation competition episode # 8" . If you are from Bangladesh and would like to present the article in voice hangout during the competition, Please join the hangout on discordapp

Steemit Bangladesh curation competition episode # 8
Time : 10 PM BDT
Date: 13/07/2018 (Friday).


hello @king.hawlader

mofiz nam ta opoman ar na..
tomi mofiz nam ar history janona..
somoy paile amar kase.. messeg dio ami full history bolbo!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 98327.91
ETH 3042.37
SBD 4.91