বাঘের ভাস্কর্যsteemCreated with Sketch.

in #steemitlast year

ছেলে বাঘ দেখার বায়না ধরেছে। আমি মহা চিন্তায় পরে গেলাম এখন বাঘ কোথায় পাই চিন্তা করতে করতে মাথায় আলো শিশু পার্ক বাবুকে নিয়ে চলে গেলাম শিশু পার্কে সেখানে গিয়ে ছেলে বলতেছে বাবা তোমার ফোন টা দাও।

আমি বাঘ আর ছবি তুলবো আমার কাছ থেকে ফোন টা নিয়ে ছবি তুলছে আর বলতেছে বাবা আজকে মোবাইলে করে বাঘ বাড়ি নিয়ে যাবো আমাদেরকে আর ব্যাগ দেখার জন্য কোথাও যেতে হবেনা আমি প্রথমে বুঝতে পারিনাই পরে বুজলাম যে ছেলে বাঘ এর ছবি তুলে বাড়িতে গিয়ে দেখবে।

ছেলে বাঘ দেখে ভীষণ খুশি আর বলতেছে বাবা বাঘ কি কি খায়? আমি বললাম বাবা শুধু মাংস খায়। ছেলে বলে বাবা বাঘ মানুষ কে খায় না। আমি বললাম বাবা বাঘ মানুষকেও খায় কিন্তু এই বাঘটা মানুষকে খেতে পারবে না এটা মাটির তৈরি বাঘ। এটা হল বাঘের ভাস্কর্য৷ শিশু পার্কে আছে এটি।

1000001930.jpg

1000001929.jpg

1000001928.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95184.45
ETH 2601.55
USDT 1.00
SBD 0.43