অনুগল্প

in #steemit8 months ago

বাসায় ঢুকেই দেখি ছোটো ভাইয়ের দুই চোখ লাল। দিলাম এক থা/প্প/ড়। এত ছোটো বয়সে চোখ লাল কেন!! কাদের সাথে মিশে আজকাল সে। রাগে দুঃখে দিলাম আরেক
থা/প্প/ড়। বে'য়া'দব কোথাকার। ছিঃ তোমার লজ্জা করে না। এই বয়সে তুমি চোখ লাল করে বাসায় আসছ। এই বাসায় কি মাথা মুরুব্বি কেউ নাই!!!

আমাকে দেখো, দুই দুইটা গার্লফ্রেন্ড বিয়ের কথা বলে ধোঁকা দিয়ে তারা আমেরিকা আর ইংল্যান্ড প্রবাসী। কই আমি কি চোখ লাল করে বাসায় আসছি কখনো! আজকাল মেয়েরাও ফেসবুকে মেসেজ দিলে মেসেজ সীন করেনা। কই আমিতো চোখ লাল করিনাই কখনো। আর তুমি এই বয়সে। ছিঃ আমার লজ্জা লাগতেছে।

আমার চিল্লাচিল্লিতে আব্বা তার রুম থেকে এসে বললেন, এত চিল্লাচিল্লি কিসের? আব্বাকে বলতে যাবো এমন সময় দেখি আব্বারও চোখ লাল। আব্বা আপনিও!!! এই বয়সে আপনি এইটা করতে পারলেন আব্বা! আপনিও বাসায় চোখ লাল করে আসছেন। কোথায় আপনি ছোটো ছেলেকে শাসন করবেন। উল্টা আপনিও!! বড়দের দেখেই তো ছোটোরা শিখে। ঠাস করে একটা থা/প্প/ড় খাইলাম গালে।

আব্বা বললেন, তিনি চোখ লাল করে আসেন নাই। তার নাকি চোখ উঠছে। ছোটো ভাইয়ের ও সেম অবস্থা। ছোটো ভাইরে আরেকটা থা/প্প/ড় দিতে ইচ্ছে করতেছিল। বে*য়াদব তুই আগে বলবিনা তোর চোখ উঠছে। 😒

গাল ডলতে ডলতে রুমে ঢুকলাম। নতুন একটা মেয়েকে 'আসসালামু আলাইকুম" লিখে মেসেজ দিয়েছিলাম বাসে। এখনো সীন করেনি মেয়েটা। দেশটা ইহুদি বিধর্মী দিয়ে ভরে যাচ্ছে। সালাম দিলে উত্তর দেয়না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 82268.63
ETH 2074.55
USDT 1.00
SBD 0.77