কালো জাম মিষ্টি।

in #steemit7 months ago


20240219_210647.jpg



ছবিতে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজের উপরে কালো জাম মিষ্টি রাখা হয়েছে। মূলত সেদিন একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম গরম মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে তবে গরম মিষ্টি খাওয়ার পরে যে অভিজ্ঞতা হলো সেটা থেকে বুঝতে পারলাম মিষ্টি ঠান্ডা হলে সেটা মজা লাগে। তুলনামূলক গরম মিষ্টি খেতে মজা লাগে না।



মূলত ইউটিউবে দেখছিলাম মিষ্টির কিভাবে তৈরি করা হয় সেখান থেকেই গরম মিষ্টি দেখে খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল। youtube এ গরম মিষ্টি দেখে যতটা সুস্বাদু মনে হয়েছিল বাস্তবে গরম মিষ্টি খেতে ততটা সুস্বাদু লাগেনি আমার কাছে। তাই রিভিউ করলে ফিফটি ফিফটি দেওয়া যায়। আমার কাছে যেমনটা লেগেছিল আমি সেটা বলেছি যদিও সবার টেস্ট এক নয় আমার কাছে গরম মিষ্টি টেস্ট খুব বেশি ভালো না লাগলেও অন্য কারো কাছে গরম মিষ্টি ভালো লাগতে পারে।



ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67