অন্যরকম অনুভূতি।
ছবিদৃশ্যটা অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও যারা প্রেমিক-প্রেমিকা আছে তাদের কাছে অনেকটাই রোমান্টিক মনে হয়। সাধারণত চায়ের আড্ডায় সবচেয়ে বেশি মজার মজার গল্পগুলো তুলে ধরা হয়। হ্যাঁ আর যদি সেটা কোন স্পেশাল গাছের নিচে হয় তাহলে গল্পটা আরো জমে ক্ষীর হওয়ার কথা। উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা একটি ফুলের গাছ অনেকের কাছে কাঠ গোলাপ ফুলটা অনেক বেশি ভালো লাগে আর উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা একটি কার্ড গোলাপ ফুলের গাছ। তিনটি আলাদা লেয়ারের চা এক কাপের মধ্যে রয়েছে আর উপরে কাঠগোলাপের দৃশ্য দেখা যাচ্ছে আবার কখনো বাতাস হলে গাছ থেকে কাঠগোলাপ আপনার কোলের উপর পড়ছে এরকম যদি হয় তাহলে কিন্তু সময়টা স্মরণীয় হয়ে থাকবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.